ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পর্যটনের গাড়িতে ১৯ কেজি গাঁজা ॥ আটক তিন

প্রকাশিত: ০৬:৪০, ২৮ ফেব্রুয়ারি ২০১৮

পর্যটনের গাড়িতে ১৯ কেজি গাঁজা ॥ আটক তিন

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ পর্যটনের উদ্দেশে বের হয়ে মাদক পাচারের ঘটনায় র‌্যাব ৩জনকে গ্রেফতার করেছে। মাদক বহনকারী হানিফ পরিবহনের বাসটিও জব্দ করেছে। জানা গেছে, বাসের মাধ্যমে কতিপয় মাদক বিক্রেতা বিপুল পরিমাণ মাদক কুমিল্লা থেকে কক্সবাজারে পাচার করছে এমন তথ্য ছিল অভিযানকারীদের কাছে। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সেভেনের একটি দল তল্লাশি অভিযানের উদ্দেশে একটি চৌকি বসায় নগরীর প্রবেশদ্বার সিটি গেট এলাকায়। ভোর ৪টার দিকে র‌্যাব সেভেনের স্কোয়াড্রন লিডার শাফায়াত জামিল ফাহিম এর নেতৃত্বে সিটি গেট সংলগ্ন গোল্ডেন কন্টেনার লিমিটেড এর সম্মুখে গাড়িটিকে তল্লাশি করতে থাকে। ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজারগামী হানিফ পরিবহনের বাস (ঢাকা মেট্রো-ব-১৫-২৩৬৫) থামানোর জন্য সঙ্কেত দিলে গাড়িটি রাস্তার পাশে থামে। এ সময় র‌্যাব সদস্যরা যাত্রী ও গাড়ি তল্লাশি করতে থাকে। তল্লাশির এক পর্যায়ে বাসটির পিছনের সাইড বক্সের মধ্যে সুকৌশলে লুকানো অবস্থায় ১৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার মূল্য প্রায় ১ লাখ ৫২ হাজার টাকা। জব্দকৃত হানিফ পরিবহনের বাসের মূল্য ১ কোটি টাকা। এ ঘটনায় জড়িত থাকার অপরাধে এ সময় বাসটির ড্রাইভার পটুয়াখালীর গলাচিপা এলাকার কল্যাণ কলস গ্রামের মৃত আব্দুল ওয়াহিদের ছেলে আনোয়ার হোসেন, বাসের হেলপার কুমিল্লার চান্দিনা এলাকার দোল্লাই নবাবপুর ইউনিয়নের মৃত মোসলেম মিযার ছেলে মোহাম্মদ হাসান ও কুমিল্লার চৌদ্দগ্রামের নোয়াপাড়া গ্রামের মৃত রহমত আলীর ছেলে শামছু মিয়াকে গ্রেফতার করা হয়েছে।
×