ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

অবসর ভেঙ্গে ফিরছেন গোলরক্ষক বুফন

প্রকাশিত: ০৬:৩৫, ২৮ ফেব্রুয়ারি ২০১৮

অবসর ভেঙ্গে ফিরছেন গোলরক্ষক বুফন

স্পোর্টস রিপোর্টার ॥ বিশ্বকাপের মূলপর্বে পরপর পাঁচবার ( ১৯৯৮, ২০০২, ২০০৬, ২০১০, ২০১৪) খেলে রেকর্ডে ভাগ বসান মেক্সিকোর এ্যান্টোনিও কারবাহাল (১৯৫০, ১৯৫৪, ১০৫৮, ১৯৬২ ও ১৯৬৬) ও জার্মানির লোথার ম্যাথিউসের (১৯৮২, ১৯৮৬, ১৯৯০, ১৯৯৪ ও ১৯৯৮) সঙ্গে। বিশ্বকাপের ইতিহাসে টানা ছয়টি আসরে খেলা একমাত্র ফুটবলার হওয়ার হাতছানি ছিল। ঘোষণাও দিয়ে রেখেছিলেন ২০১৮ বিশ্বকাপ খেলেই অবসর নিবেন। কিন্তু মানুষের সব চাওয়া তো আর পূরণ হয় না। ইতালির ইতিহাসের তো বটেই বিশ্ব ফুটবলের অন্যতম কিংবদন্তি জিয়ানলুইজি বুফনের শেষ ইচ্ছেটাও তাই পূরণ হচ্ছে না। টানা ছয়টি বিশ্বকাপে খেলার স্বপ্ন তার পূরণ হচ্ছে না। কারণ বুফনের দেশ ইতালি বিশ্বকাপের মূলপর্বের আগেই বাদ পড়েছে। এ কারণে ব্যর্থতার দায় কাঁধে নিয়ে গত ১৩ নবেম্বর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছেন ৪০ বছর বয়সী কিংবদন্তি গোলরক্ষক। তবে অবসর নেয়ার দুই সপ্তাহ পরই নাটকীয়তার আভাস পাওয়া যায়। শোনা যায়, অবসর ভেঙ্গে ফের ইতালি জাতীয় দলে ফিরতে পারেন বুফন। তখন মিলানে গ্রান্ডগালা অনুষ্ঠানে এমন ইঙ্গিত দিয়েছিলেন কিংবদন্তি গোলরক্ষক। অবশেষে ইতালির জার্সি গায়ে বুফনের ফেরাটা নিশ্চিত মনে হচ্ছে। ইতালির অন্তর্বর্তীকালীন কোচ লুইজি ডি ব্যাজিও বিষয়টি নিশ্চিত করেছেন। আগামী মার্চে ইংল্যান্ড ও আর্জেন্টিনার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে ইতালি। আর এ ম্যাচ দিয়েই ফের আন্তর্জাতিক ফুটবলে ফিরতে যাচ্ছেন বুফন। ডি ব্যাজিও বলেন, বুফনের সঙ্গে আমার কথা হয়েছে। সে মার্চে দলের সঙ্গে যোগ দিতে পারে। ১৯৫৮ সালের পর এই প্রথমবারের মতো বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত পর্ব থেকে বাদ পড়েছে ইতালি। বিশ্বকাপের প্লে-অফে সুইডেনের বিপক্ষে গোলশূন্য ড্র করে বিশ্বকাপ থেকে ছিটকে যায় চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এরপরই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান বুফন। গত ২০ বছর ধরে ইতালির হয়ে প্রতিনিধিত্ব করেছেন বুফন। ২০০৬ সালে বিশ্বকাপ জয়ী ইতালির সদস্য তিনি। আগামী ২৩ মার্চ ম্যানচেস্টারে আর্জেন্টিনার বিপক্ষে ও ২৭ মার্চ লন্ডনে ইংল্যান্ডের বিপক্ষে প্রীতি দুটি ম্যাচ খেলবে আজ্জুরিরা।
×