ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মেক্সিকান ওপেনে গাবরিলোভার জয়

প্রকাশিত: ০৬:৩৫, ২৮ ফেব্রুয়ারি ২০১৮

মেক্সিকান ওপেনে গাবরিলোভার জয়

স্পোর্টস রিপোর্টার ॥ বিশ্বের ২৫ নম্বর র‌্যাঙ্কিংধারী অস্ট্রেলিয়ার দারিয়া গাবরিলোভা মেক্সিকান ওপেনের প্রথম রাউন্ডেই পেয়েছেন দারুণ এক জয়। তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে আসরের এ তিন নম্বর বাছাই যুক্তরাষ্ট্রের অবাছাই ম্যাডিসন ব্রিঙ্গলকে তিন সেটের লড়াইয়ে হারিয়ে দেন। এছাড়াও প্রথম রাউন্ডে জয় তুলে নিয়েছেন ৫ নম্বর বাছাই ইরিনা-ক্যামেলিয়া বেগু এবং ৭ নম্বর বাছাই ইউক্রেনের লেসিয়া সুরেঙ্কো। তারা উঠে গেছেন দ্বিতীয় রাউন্ডে। এছাড়া অস্ট্রেলিয়ার অবাছাই আরিনা রোডিওনোভা এবং প্যারাগুয়ের অবাছাই ভেরোনিকা সিপেডে রোইগ দ্বিতীয় পর্ব নিশ্চিত করেছেন। ব্রিঙ্গলের সঙ্গে গাভরিলোভার লড়াই জমে ওঠে শুরু থেকেই। প্রথম সেটেই অসি তারকাকে হারিয়ে দেন ব্রিঙ্গল। আকাপুলকোতে চলমান এ টেনিস আসরে ম্যাচটি জমে ওঠে তখন থেকেই। পরের সেটে অবশ্য জয় তুলে নিয়ে সমতায় আসেন গাভরিলোভা। শেষ সেটে আর পারেননি ব্রিঙ্গল। এবারও হেরে যাওয়ায় শেষ পর্যন্ত ম্যাচটি হাতছাড়া হয়েছে তার ৪-৬, ৬-৩, ৬-৩ সেটের পরাজয়ে। সবমিলিয়ে ম্যাচটি দীর্ঘ হয়েছে ২ ঘণ্টা ২১ মিনিট। এর পেছনে গাবরিলোভার ধারাবাহিক ডাবল ফল্টে পড়াই দায়ী। তিনি ১১টি ডাবল ফল্ট করেছেন ম্যাচে। আর ব্রিঙ্গলের মাত্র ৩টি। প্রথম সার্ভ ৬৬ ভাগ জিতলেও গাবরিলোভার বিপক্ষে ৫টি ব্রেক পয়েন্ট জিতেছেন ব্রিঙ্গল। কিন্তু এরপরও ম্যাচ জিততে পারেননি। অপরদিকে ইউক্রেনের তরুণী সুরেঙ্কো সহজ জয় তুলে নিয়েছেন যুক্তরাষ্ট্রের আরেক তারকা লরেন ডেভিসের বিপক্ষে। মাত্র ৭৭ মিনিটের এ লড়াইয়ে লরেনকে ৬-৪, ৬-১ সেটে উড়িয়ে দেন সুরেঙ্কো। এবার ৭ নম্বর বাছাই হিসেবে খেলতে নামা এ ইউক্রেনিয়ান তরুণী শিরোপা ধরে রাখার লড়াইয়ে নেমেছেন। গত আসরে চ্যাম্পিয়ন হয়েছিলেন তিনি। শুরুটা ভালভাবেই করলেন। কিন্তু তার স্বদেশী ক্যাটেরাইনা কজলোভা খেলার মাঝপথে ইনজুরির কারণে নাম প্রত্যাহার করে বিদায় নিয়েছেন। অসি অবাছাই রোডিওনোভা ম্যাচে এগিয়ে ছিলেন ৬-২, ১-০ ব্যবধানে। এছাড়া বিদায় নিয়েছেন সুইজারল্যান্ডের প্রতিভাবান তরুণী টেনিস তারকা বেলিন্ডা বেনচিচ। প্যারাগুয়ের অবাছাই ভেরোনিকা সিপেডের সঙ্গে কঠিন লড়াই হয়েছে তার। প্রথম সেট জিতে গেলেও দ্বিতীয় সেটে টাইব্রেক পর্যন্ত গড়ানোর পর হেরে যান বেনচিচ। সেটাই হয়তো কাল হয়েছে, তৃতীয় সেটে তিনি হার মেনেছেন। শেষ পর্যন্ত ম্যাচে পরাজয় দেখেছেন ৪-৬, ৭-৬ (৭-১) ও ৬-৩ সেটে। তবে ক্যামেলিয়া বেগু প্রথম সেট হারলেও সহজ জয়ই তুলে নিয়েছেন মার্কিন প্রতিপক্ষ ক্রিস্টিনা ম্যাকহেলের বিরুদ্ধে। পঞ্চম বাছাই বেগু জয় পান ৩-৬, ৬-২, ৬-৪ সেটে। এদিকে পুরুষ এককেও ঘটেছে অঘটন। ৮ নম্বর বাছাই যুক্তরাষ্ট্রের জন ইসনারকে প্রথম রাউন্ড থেকেই বিদায় করে দিয়েছেন স্বদেশী অবাছাই রায়ান হ্যারিসন। তিনি জয় পান সরাসরি ৬-৩, ৭-৬ (৭-৫) সেটে। আর জ্যারেড ডোনাল্ডসনের বিপক্ষে ৬-২, ৩-২ ব্যবধানে পিছিয়ে থাকার পর ইনজুরি সমস্যায় নাম প্রত্যাহার করে নেন নিকোলোজ বাসিলাশভিলি। স্পেনের ডেভিড ফেরার ৬-৪, ৬-৩ সেটে রাশিয়ার আন্দ্রে রুবলেভকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছেন। ফেরার পরবর্তী রাউন্ডে কঠিন চ্যালেঞ্জে পড়বেন। সেখানে তার প্রতিপক্ষ হবে জুয়ান মার্টিন ডেল পোত্রো ও মিশচা ভেরেভের ম্যাচে বিজয়ী।
×