ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

শাহজালালে পাঁচ কেবিন ক্রুর কাছ থেকে ১২ লাখ টাকার পণ্য জব্দ

প্রকাশিত: ০৬:০১, ২৮ ফেব্রুয়ারি ২০১৮

শাহজালালে পাঁচ কেবিন ক্রুর কাছ থেকে ১২ লাখ টাকার পণ্য জব্দ

স্টাফ রিপোর্টার ॥ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পাঁচ কেবিন ক্রুর কাছ থেকে ৮টি আইফোন ও পারফিউম জব্দ করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। আটক পণ্যের মূল্য প্রায় ১২ লক্ষ টাকা। জানা গেছে, মঙ্গলবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট (ফ্লাইট নং ১২৮) আবুধাবী থেকে ঢাকায় আসে। গোপন সংবাদের ভিত্তিতে এই পাঁচ কেবিন ক্রুর ব্যাগ তল্লাশি করে এসব পণ্য জব্দ করা হয়। ব্যাগেজ নীতিমালা অনুযায়ী একজন ক্রু ৩০০ ডলার সমমূল্যের পণ্য আনতে পারলেও এক্ষেত্রে তার ব্যত্যয় হওয়ায় এবং মোবাইলসমূহ ক্রয়ের সপক্ষে কোন দলিলাদি প্রদান করতে না পারায় এই পণ্যগুলো জব্দ করা হয়। ক্রুরা হলেন- মর্জিনা আক্তার এলিন (পাসপোর্ট নং বিসি ০৯৬৫৯০৯), সালমা সুলতানা (পাসপোর্ট নং বিবি ০৩৯৬৬৫৪), ফারজানা গাজী (পাসপোর্ট নং বিসি ০৯৯৫২২৩), মোঃ মইন উদ্দিন আদনান (পাসপোর্ট নং বিই ০১৭১৩৬৫) এবং রোমান সিকদার (পাসপোর্ট নং বিসি ০৩৫৯৭৬৮৪)।
×