ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

এ্যাকাউন্ট সংরক্ষণ কৌশল

প্রকাশিত: ০৬:০০, ২৮ ফেব্রুয়ারি ২০১৮

এ্যাকাউন্ট সংরক্ষণ কৌশল

মোবাইল ফোনের মতো আমাদের হোয়াটসএ্যাপ এ্যাকাউন্টটিও গুরুত্বপূর্ণ। আমরা হোয়াটসএ্যাপের মাধ্যমে প্রতিদিন প্রচুর তথ্য আদান প্রদান করি। থাকে ব্যক্তিগত বহু জিনিসও। তাই ফোন হারালে, সেই সব তথ্য ফোনের সঙ্গে সঙ্গে চলে যেতে পারে অন্য কারও হাতে। তাই অবশ্যই হোয়াটসএ্যাপ এ্যাকাউন্ট সুরক্ষিত রাখা জরুরী। কীভাবে ফোন হারানোর পরও হোয়াটসএ্যাপ এ্যাকাউন্ট সুরক্ষিত রাখবেন জেনে নিন। ফোন হারালে সঙ্গে সঙ্গে নিজের সিম কার্ড ব্লক করুন। তারপর সিম কার্ড লক হলেও আপনি অন্য ফোন থেকে ওই নম্বরেই আপনার হোয়াটসএ্যাপ এ্যাকাউন্টটি খুলতে পারবেন। যত তাড়াতাড়ি সম্ভব সেই কাজটি করুন। কারণ, কোন হোয়াটসএ্যাপ নম্বর একটা মাত্র ডিভাইস থেকেই ব্যবহার করা যায়। এছাড়া আপনি হোয়াটসএ্যাপ কর্তৃপক্ষের কাছে ইমেল করতে পারেন। সঙ্গে নিজের ফোন নম্বরটিও দিন। হোয়াটসএ্যাপ নিজেই আপনার এ্যাকাউন্ট ডিএ্যাকটিভেট করে দেবে। একটা বিষয় অবশ্যই মনে রাখবেন, সেই মুহূর্তে যদি আপনার কাছে সিম কার্ড নাও থাকে, তাহলেও ওয়াইফাইয়ের মাধ্যমে কাজটি করতে পারবেন। -ওয়েবসাইট
×