ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

পুঁজিবাজারের পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে অর্থমন্ত্রীর বৈঠক

প্রকাশিত: ০৫:৫০, ২৮ ফেব্রুয়ারি ২০১৮

পুঁজিবাজারের পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে অর্থমন্ত্রীর বৈঠক

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের প্রধান দুই পুঁজিবাজারের বর্তমান পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে জরুরী বৈঠক করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। মঙ্গলবার সচিবালয়ে বিকেলে অর্থমন্ত্রীর নিজ কার্যালয়ে দুই ঘণ্টাব্যাপী এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে অর্থসচিব মোহাম্মদ মুসলিম চৌধুরী, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব মোঃ ইউনুসুর রহমান, বাংলাদেশ ব্যাংক গবর্নর ফজলে কবির, বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড একচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ড. খায়রুল হোসেন, আইসিবির চেয়ারম্যান মুজিবুল হক, ব্যবস্থাপনা পরিচালক কাজী সানাউল হকসহ সংশ্লিষ্ট উর্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। বৈঠকে পুঁজিবাজারের বর্তমান পরিস্থিতি এবং রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মূলধন ঘাটতি নিয়ে আলোচনা হয়। ওই সময় পুঁজিবাজারের টানা দরপতন নিয়ে ক্ষোভ প্রকাশ করেন অর্থমন্ত্রী। তিনি বলেন, সরকার পুঁজিবাজারে স্থিতিশীলতা বজায় রাখতে চায়। এজন্য অতি দ্রুত সময়ে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্টদের একাধিক নির্দেশনা দিয়েছেন বলে বৈঠকে অংশ নেয়া এক কর্মকর্তা নিশ্চিত করেছেন। তবে কী নির্দেশনা দিয়েছেন তা স্পষ্ট করেননি তিনি। এ বিষয়ে জানতে চাইলে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব মোঃ ইউনুসুর রহমান বলেন, অর্থমন্ত্রীসহ আমরা আজ বসেছিলাম। আপনাদের বলার মতো কোন সিদ্ধান্ত হয়নি।
×