ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

আইএসএ শীর্ষে যোগ দিতে রাষ্ট্রপতি দিল্লী যাচ্ছেন

প্রকাশিত: ০৫:৫০, ২৮ ফেব্রুয়ারি ২০১৮

আইএসএ শীর্ষে যোগ দিতে রাষ্ট্রপতি দিল্লী যাচ্ছেন

কূটনৈতিক রিপোর্টার ॥ ইন্টারন্যাশনাল সোলার এ্যালায়েন্সের (আইএসএ) শীর্ষ সম্মেলনে যোগ দিতে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ দিল্লী যাচ্ছেন। রাষ্ট্রপতি আগামী ৮-১২ মার্চ ভারত সফর করবেন। এর মধ্যে ৮ ও ৯ মার্চ তিনি ভারতের মেঘালয় রাজ্য সফর করবেন। সেখান থেকে তিনি নয়াদিল্লী যাবেন আগামী ১০ মার্চ। ১০-১১ মার্চ দিল্লীতে আইএসএ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। আইএসএ শীর্ষ সম্মেলনে অন্যদের মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ছাড়াও শ্রীলঙ্কা, সিসিলি, ঘানা, গ্যাবন, অস্ট্রেলিয়া, ভেনিজুয়েলা, ফিজি, মরিশাসের সরকার বা রাষ্ট্র প্রধানরা অংশ নেবেন। এই সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ। দিল্লীর এই সম্মেলনের উদ্বোধনীতে ২৩টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধান অংশ নেবেন। এতে মোট ৩২টি দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। সূত্র জানায়, এই প্রথমবারের মতো বাংলাদেশের কোন রাষ্ট্রপতি মেঘালয়ে রাষ্ট্রীয় সফরে যাচ্ছেন। তাকে সংবর্ধনা জানাতে মেঘালয় রাজ্য সরকার ব্যাপক প্রস্তুতি নিচ্ছে। তবে আইএসএ’র প্রথম সম্মেলনে অংশ নেয়াই রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের সফরের মুখ্য উদ্দেশ্য। সাইড লাইনে ভারতের নব নির্বাচিত প্রেসিডেন্ট রাম নাথ কোবিন্দসহ সম্মেলনে অংশ নেয়া বিভিন্ন দেশের অতিথিদের সঙ্গে তার আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক বৈঠক-মতবিনিময় হবে বলে আশা করা হচ্ছে। সেখানে দ্বিপক্ষীয়, আঞ্চলিক এবং আন্তর্জাতিক রাজনীতি সংশ্লিষ্ট বিষয়ে তার আলোচনা হবে। ১২ মার্চ রাষ্ট্রপতির ঢাকা ফেরার কথা রয়েছে।
×