ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট আইন বাস্তবে রূপ নিচ্ছে

প্রকাশিত: ০৫:৪৮, ২৮ ফেব্রুয়ারি ২০১৮

কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট আইন বাস্তবে রূপ নিচ্ছে

স্টাফ রিপোর্টার ॥ অবশেষে কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট আইন বাস্তবে রূপ নিতে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট গঠনের লক্ষ্যে আইন চূড়ান্তকরণের জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম স্বাস্থ্যসেবা বিভাগের সচিবের নেতৃত্বে চার সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করেছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানায়। আইনটি কার্যকর হলে কমিউনিটি ক্লিনিকের অবস্থান আরও মজবুত হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, কমিটিতে অন্যদের মধ্যে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক, কমিউনিটি ক্লিনিক প্রকল্পের পরিচালক সদস্য হিসেবে থাকবেন। প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা অধ্যাপক ডাঃ মোদাচ্ছের আলী কমিটির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন। এ সংক্রান্ত সভায় জানানো হয়, এই আইনের বলে ট্রাস্টের অধীনের কর্মচারীগণের চাকরি স্থায়ীকরণের পাশাপাশি বেতন বৃদ্ধি, পদোন্নতি, অবসরভাতাসহ অন্যান্য সুযোগ-সুবিধা সরকারী চাকরির ন্যায় বলবৎ হবে। খসড়া ট্রাস্ট আইনের ২২ (ঘ) ধারায় উল্লেখ রয়েছে, ‘ স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি সেক্টর উন্নয়ন কর্মসূচীর আওতায় কমিউনিটি বেজড হেলথ কেয়ার অপারেশন প্লানে কর্মরত সকল কর্মকর্তা-কর্মচারী এবং কমিউনিটি ক্লিনিকে কর্মরত হেলথ কেয়ার প্রোভাইডারের চাকরি অপারেশনাল প্লানের মেয়াদ শেষে স্বয়ংক্রিয়ভাবে ট্রাস্টে ন্যস্ত হবে। তবে শর্ত থাকে যে, বিদ্যমান কর্মকর্তা-কর্মচারীদের যোগ্যতা পুনঃযাচাই করে উপযুক্ত পদে শর্তে ও বেতনে নিযুক্ত করার ক্ষমতা ট্রাস্ট সংরক্ষণ করবে।’ খসড়া আইনে বলা হয়েছে, দেশের গ্রামাঞ্চলে বসবাসকারী প্রায় তিন-চতুর্থাংশ সুবিধাবঞ্চিত জনগণের জন্য সমন্বিত স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষ্যে এ উদ্যোগ নেয়া হচ্ছে।
×