ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

লভ্যাংশ পাঠিয়েছে ইস্টার্ন লুব্রিকেন্ট

প্রকাশিত: ০৪:৩৯, ২৮ ফেব্রুয়ারি ২০১৮

লভ্যাংশ পাঠিয়েছে ইস্টার্ন লুব্রিকেন্ট

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইস্টার্ন লুব্রিকেন্ট সমাপ্ত হিসাব বছরের লভ্যাংশ বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে পাঠিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, কোম্পানিটি বাংলাদেশ ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন) সিস্টেমের মাধ্যমে নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে পাঠিয়েছে। আর যাদের নগদ লভ্যাংশ ব্যাংক হিসাবে জমা হয়নি, তাদের কোম্পানির শেয়ার অফিস থেকে লভ্যাংশ সংগ্রহ করতে হবে। উল্লেখ্য, ৩০ জুন, ২০১৭ সমাপ্ত হিসাব বছরে ইস্টার্ন লুব্রিকেন্ট ১০০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। -অর্থনৈতিক রিপোর্টার শেয়ার কিনবে ম্যাকসন্স স্পিনিংয়ের উদ্যোক্তা পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ম্যাকসন স্পিনিংয়ের উদ্যোক্তা সানজিদ হাসান শেয়ার কেনার ঘোষণা দিয়েছে। সূত্র জানায়, সানজিদ হাসান ২৪ লাখ শেয়ার কিনবে। এই উদ্যোক্তা আগামী ৩০ কার্যদিবসের মধ্যে বর্তমান বাজার দরে উল্লিখিত পরিমাণ শেয়ার কিনতে পারবে। উল্লেখ্য, ম্যাকসন স্পিনিংয়ের উদ্যোক্তা পরিচালকদের কাছে ২৪.৪৬ শতাংশ শেয়ার আছে, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১৮.৭১ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৫৬.৮৩ শতাংশ শেয়ার আছে। -অর্থনৈতিক রিপোর্টার
×