ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

জাতীয় পার্টির হাত ধরে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে ॥ এরশাদ

প্রকাশিত: ০৪:৩৭, ২৮ ফেব্রুয়ারি ২০১৮

জাতীয় পার্টির হাত ধরে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে ॥ এরশাদ

নিজস্ব সংবাদদাতা, পিরোজপুর, ২৭ ফেব্রুয়ারি ॥ জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত পল্লীবন্ধু হুসাইন মুহম্মদ এরশাদ বলেছেন, জাতীয় পার্টির হাত ধরে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে। স্বাধীনতার ২২ বছর পর আমরা আওয়ামী লীগকে ক্ষমতায় এনেছি। জাতীয় পার্টি শান্তির রাজনীতি করে। আমাদের হাতে রক্তের দাগ নেই। ৯০-এ আমার ক্ষমতা স্বেচ্ছায় ছেড়েছি, কারণ, দেশে যেন কোন রক্তপাত না ঘটে। আমরা যখন ক্ষমতায় ছিলাম দেশে মানুষ তখন শান্তিতে ছিল। এ সময় তিনি শহীদ নূর হোসেনের কথা উল্লেখ করে বলেন, নূর হোসেনকে আমরা হত্যা করিনি। তাকে মিছিলের পেছন থেকে গুলি করা হয়েছিল। আমরা যদি হত্যা করতাম, তাহলে এত বছরেও কেন বিচার হলো না? আমরা ক্ষমতায় গেলে নূর হোসেন হত্যা বিচার করব। মঙ্গলবার পিরোজপুরের মঠবাড়িয়া জাতীয় পার্টি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। রাজধানীতে ১৩০ কেজি নিষিদ্ধ পলিথিন ব্যাগ জব্দ পরিবেশ অধিদফতর ঢাকা মহানগর কার্যালয়ের উদ্যোগে সোমবার ঢাকা জেলা প্রশাসনের সহযোগিতায় হাজী সফিউল্লাহ মার্কেট, মিরপুর-২ এবং পাইকপাড়া, মিরপুর-১, ঢাকা এর বিভিন্ন দোকানে সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ এর বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। ঢাকা জেলা প্রশাসনের মোহাম্মদপুর রাজস্ব সার্কেল এর সহকারী কমিশনার (ভূমি) শিবলী সাদিকের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্ট মোট ১০ দোকান হতে ১৩০ কেজি নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ জব্দ এবং ৩৯ হাজার পাঁচশত টাকা অর্থদ- স্বরূপ আদায় করা হয়। এ সময় পরিবেশ অধিদফতর, ঢাকা মহানগর কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ রবিউল আওয়াল খান ও এনালিস্ট আব্দুল খালেক প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন। -বিজ্ঞপ্তি
×