ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সংসদে তথ্যমন্ত্রী

বহির্বিশ্বে বাংলাদেশ বিরোধী অপপ্রচার রোধে উদ্যোগ নেয়া হয়েছে

প্রকাশিত: ০৪:৩৬, ২৮ ফেব্রুয়ারি ২০১৮

বহির্বিশ্বে বাংলাদেশ বিরোধী অপপ্রচার রোধে উদ্যোগ নেয়া হয়েছে

সংসদ রিপোর্টার ॥ বহির্বিশ্বে বাংলাদেশ বিরোধী অপপ্রচার ঠেকাতে নানা উদ্যোগ নেয়া হয়েছে। বহির্বিশ্বে বাংলাদেশে ইতিবাচক প্রচারের জন্য প্রেস উইংয়ের মাধ্যমে কার্যক্রম গ্রহণের পরিকল্পনা সরকারের রয়েছে। এর ফলে বাংলাদেশ বিরোধী অপপ্রচার রোধ করে সঠিক তথ্য বিশ্ববাসীকে জানানো সম্ভব হবে। স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে মঙ্গলবার জাতীয় সংসদ অধিবেশনে টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তর পর্বে সরকার দলীয় সংসদ সদস্য এ কে এম রহমতুল্লাহর প্রশ্নের লিখিত জবাবে এ তথ্য জানান তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি আরও জানান, বর্তমানে ওয়াশিংটন, নিউইয়র্ক, লন্ডন, নয়াদিল্লী, কলকাতা, পাকিস্তান, রিয়াদ এবং টোকিওস্থ বাংলাদেশ মিশনে প্রেস উইং চালু করা হয়েছে। এছাড়া আরও ১৫টি মিশনে প্রেস উইং খোলার লক্ষ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মতি চাওয়া হয়েছে। তার মধ্যে তিনটি (কুয়ালালামপুর, দুবাই, ব্রাসেলস) নতুন প্রেস উইং খোলার বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্মতি প্রদান করেছে। তিনি আরও জানান, গুলশানের হলি আর্টিজানসহ সব জঙ্গী তৎপরতা এবং সব সহিংস ও মানবতাবিরোধী কর্মকা-ের বিরুদ্ধে বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারসহ সব বেসরকারী ইলেক্ট্রনিক গণমাধ্যম ব্যাপক প্রচার চালায়। এতে করে এসব কর্মকা-ের বিরুদ্ধে ব্যাপক জনমত সৃষ্টি সম্ভব হয়।
×