ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

যুদ্ধাপরাধী বিচার

পটুয়াখালীর ৫ রাজাকারের বিরুদ্ধে তদন্ত কর্মকর্তার জেরা শেষ

প্রকাশিত: ০৪:৩৫, ২৮ ফেব্রুয়ারি ২০১৮

পটুয়াখালীর ৫ রাজাকারের বিরুদ্ধে তদন্ত কর্মকর্তার জেরা শেষ

স্টাফ রিপোর্টার ॥ একাত্তরের মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে পটুয়াখালীর রাজাকার ইসহাক সিকদারসহ ৫ রাজাকারের বিরুদ্ধে মামলার তদন্তকারী কর্মকর্তা সত্যরঞ্জন রায়ের জেরা শেষ করেছে আসামিপক্ষ। মামলার যুক্তিতর্কের জন্য ১৬ এপ্রিল দিন নির্ধারণ করেছে ট্রাইব্যুনাল। চেয়ারম্যান বিচারপতি মোঃ শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্য বিশিষ্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ মঙ্গলবার এ আদেশ প্রদান করেছেন। এ সময় প্রসিকিউশন পক্ষে ছিলেন প্রসিকিউটর জেয়াদ আল মালুম, প্রসিকিউটর রিজিয়া সুলতানা চমন। আসামি পক্ষে ছিলেন আব্দুস সাত্তার পালোয়ান। পটুয়াখালীর রাজাকার ইসহাক সিকদারসহ ৫ রাজাকার হলেন, আব্দুল গণি হাওলাদার, আব্দুল আওয়াল ওরফে মৌলভী আওয়াল, আব্দুস সাত্তার পেদা ও সুলাইমান মৃধা। ২০১৫ সালের ২৩ সেপ্টেম্বর ট্রাইব্যুনাল এই ৫ রাজাকারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। ২০১৬ সালের ১৩ অক্টোবর এ পাঁচজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন।
×