ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সৌদি সশস্ত্র বাহিনীর নেতৃত্বে বড় রদবদল

প্রকাশিত: ০৩:৪১, ২৮ ফেব্রুয়ারি ২০১৮

সৌদি সশস্ত্র বাহিনীর নেতৃত্বে বড় রদবদল

সৌদি আরবের বাদশাহ সালমান সোমবার মধ্যরাতে ডিক্রি জারি করে সশস্ত্রবাহিনীতে বড় রদবদল এনেছেন, যাতে সেনাপ্রধানসহ বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তাকে অব্যাহতি দেয়া হয়েছে। ইয়েমেনে হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে সৌদি জোটের লড়াইয়ের তিন বছর পূর্ণ হওয়ার আগে বড় এই পরিবর্তন আনা হল। বিবিসি। সোমবার ওই আদেশে নতুন কয়েকজন উপমন্ত্রী নিয়োগ দেয়া হয়েছে। সৌদি অর্থনীতি ও প্রতিরক্ষা দফতরের গুরুত্বপূর্ণ পদে অপেক্ষাকৃত তরুণদের সামনে নিয়ে আসা হয়েছে, যাদের মধ্যে একজন নারীও আছেন। সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ এই রদবদলের যে খবর প্রকাশ করেছে, তবে সেখানে কোন কারণের কথা বলা হয়নি। মধ্যপ্রাচ্যের তেলসমৃদ্ধ এই দেশে সাম্প্রতিক সময়ে যেসব বড় পরিবর্তন আনা হচ্ছে, তার পেছনে যুবরাজ মোহাম্মদ বিন সালমান রয়েছেন বলে ধারণা করা হয়। সৌদি যুবরাজ দেশটির প্রতিরক্ষামন্ত্রীরও দায়িত্বে রয়েছেন। গত বছর যুবরাজের নেতৃত্বেই সৌদি আরবে দুর্নীতিবিরোধী অভিযান চালানো হয়। ওই অভিযানে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে বেশ কয়েকজন মন্ত্রী, প্রিন্স আর ধনকুবেরকে রিয়াদের ফাইভ-স্টার হোটেল রিজ-কার্লটনে আটকে রাখা হয়। তাদের কাউকে কাউকে পরে মোটা অঙ্কের টাকার বিনিময়ে ছেড়ে দেয়া হয়। ইয়েমেনে সৌদি হস্তক্ষেপও হয়েছিল যুবরাজ মোহাম্মদের সিদ্ধান্তে। সৌদি আরবের প্রচলিত নীতি ভেঙ্গে তিনি যে নাটকীয় পরিবর্তন আনতে চান, সেটা ছিল তার প্রথম নজির।
×