ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বেদড়ক পেটালেন শিক্ষক অসুস্থ ছাত্রীকে, হাসপাতালে ভর্তি

প্রকাশিত: ০২:২৯, ২৭ ফেব্রুয়ারি ২০১৮

বেদড়ক পেটালেন শিক্ষক অসুস্থ ছাত্রীকে, হাসপাতালে ভর্তি

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ অন্তত দু’সপ্তাহ অসুস্থ থাকার পর স্কুলে গিয়ে শিক্ষকের বেদড়ক পেটানোর কারণে ফের অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে অষ্টম শ্রেণীর ছাত্রী নাসরিন সুলতানাকে। শিক্ষকের নির্দেশে পড়া বলার জন্য দাঁড়াতে একটু বিলম্ব হওয়ায় রাগান্বিত শিক্ষক আমান উল্লাহ অসুস্থ মেয়েটিকে উপর্যপুরি মাধায় থাপ্পর লাগালে অজ্ঞান হয়ে পড়ে ওই ছাত্রী। মঙ্গলবার সকালে রামু দক্ষিন মিঠাছড়ি চাইন্দা স্কুলে ন্যাক্কার জনক এ ঘটনা ঘটে। তাকে স্থানীয় চাইন্দা হোপ হসপিটালে ভর্তি করা হয়েছে। জানা যায়, চাইন্দা বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর মেধাবি ছাত্রী নাছরিন সুলতানা অসুস্থ হয়ে পড়ার কারণে ১৫দিন যাবত স্কুলে যেতে পারেনি। একটু সুস্থ হওয়ায় মঙ্গলবার বইখাতার ব্যাগ কাঁধে করে স্কুলে যাই। বিদ্যালয়ে গেলে ক্লাসের সহপাঠিরা তাকে আলোবাতাস লাগে মতে জানালার পাশে বসতে সহযোগিতা করে। সকালে ক্লাস চলাকালীন ওই স্কুলের শিক্ষক মাষ্টার আমান উল্লাহ মেয়েটির কাছ থেকে প্রতিদিনের পড়া জিজ্ঞাসা ও পড়া বলার জন্য দাঁড়াতে বলেন। অসুস্থ নাছরিন প্রচন্ড মাথা ব্যাথা নিয়ে দাঁড়াতে একটু বিলম্ব হলে রেগে যান শিক্ষক আমান উল্লাহ। বেঞ্চের পাশে এসে মাথায় এলো পাতারি থাপড়াতে থাকেন। এতে এক পর্যায়ে অজ্ঞান হয়ে পড়ে মেয়েটি। সহপাঠিরা সবাই এক বাক্যে বলে উঠে, স্যার সে অসুস্থ, প্রতি উত্তরে শিক্ষক বলেন, অসুস্থ হলে সে স্কুলে কেন এসেছে? তার সহপাঠিরা তাকে বাড়িতে পৌঁছে দেয়ার কথা বললে এতেও শিক্ষক অসম্মতি জ্ঞাপন করেন। পরে তাকে চেইন্দা হোপ হসপিটালে ভর্তি করা হয়েছে।
×