ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

গোপালগঞ্জে বাস ও ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ২০

প্রকাশিত: ০২:১০, ২৭ ফেব্রুয়ারি ২০১৮

গোপালগঞ্জে বাস ও ট্রাক মুখোমুখি সংঘর্ষে  নিহত ৪, আহত ২০

নিজস্ব সংবাদদাতা, গোপালগঞ্জ ॥ গোপালগঞ্জে যাত্রীবাহী বাস ও ইটবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাগেরহাট জেলা মহিলা পরিষদ সভানেত্রী শিল্পী সমাদ্দার সহ ৪ জন নিহত ও কমপক্ষে ২০ জন আহত হয়েছে। মঙ্গলবার দুপুর ১ টার দিকে কাশিয়ানী উপজেলার পোনা এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। অন্য নিহতরা হলেন, ইট-বালু ব্যবসায়ী কাশিয়ানী উপজেলার বুধপাশা গ্রামের রুলু মোল্লার ছেলে শাহজাহান মোল্লা (৫০), একই গ্রামের বরকত তালুকদারের ছেলে ট্রাকের হেলপার সোহাগ তালুকদার (১৮) ও রাতইল গ্রামের নজরুল মোল্লার ছেলে বাসের হেলপার নয়ন মোল্লা (২৫)। স্থানীয় ও পুলিশ সূত্র জানিয়েছে, দুর্ঘটনায় বাস ও ট্রাক উভয়ই রাস্তার মহাসড়কের পার্শ্ববর্তী খাদে গিয়ে পড়ে। এতে ট্রাকের হেলপারসহ ২ জন ঘটনাস্থলেই নিহত হন। গুরতর আহত বেশকয়েকজন বাসযাত্রীকে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য-কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়। পরে সেখান থেকে শিল্পী সমাদ্দারসহ আশংকাজনক অবস্থায় তিনজনকে গোপালগঞ্জ আড়াই’শ বেড জেনারেল হাসপাতালে পাঠানো হয়। কিন্তু পথে শিল্পী সমাদ্দারসহ ২ জনের মৃত্যু ঘটে। ঘটনার সত্যতা জানিয়ে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার এএসপি হোসাইন মোহাম্মদ রায়হান জানিয়েছেন, ঢাকা থেকে বাগেরহাটগামী বলেশ্বর পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে একটি ইটবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এ ঘটনা ঘটেছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থাই আশংকাজনক ছিল। দুর্ঘটনার পর উদ্ধার কাজে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ যৌথভাবে কাজ করেছে। তারপরও প্রায় ১ ঘন্টা মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। পরে যান চলাচল স্বাভাবিক হয়ে যায়।
×