ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ইউনাইটেড এয়ারের পরিচালককে ১০ লাখ টাকা করে জরিমানা

প্রকাশিত: ০২:০৯, ২৭ ফেব্রুয়ারি ২০১৮

ইউনাইটেড এয়ারের পরিচালককে ১০ লাখ টাকা করে জরিমানা

অর্থনৈতিক রিপোর্টার ॥ সিকিউরিটিজ আইন ভঙ্গের দায়ে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইউনাইটেড এয়ার ওয়েজের ৭ উদ্যোক্তা পরিচালককে ১০ লাখ টাকা করে জরিমানা করেছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে। নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি বলছে, কোম্পানির পরিচালকরা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (প্রহিবিশন অব ইনসাইডার ট্রেডিং) রুল, ১৯৯৫ এর ৪(১) ভঙ্গ করছে। এই আইন ভঙ্গের কারণে কোম্পানির উদ্যোক্তা পরিচালক তোফায়েল আহমেদ চৌধুরী, সিদ্দিকা আহমেদ, মো: আশিক মিয়া, মো: ইউসুফ চৌধুরী, মদ্রিস আলী, খন্দকার মাহফুজুর রহমান এবং তাহমিনা বেগমকে এই জরিমানা করা হয়েছে। এছাড়া একই আইন ভঙ্গের জন্য ইউনাইটেড এয়ারের ব্যবস্থাপনা পরিচালকের স্ত্রী খন্দকার তাসলিমা চৌধুরীকে ২০ লাখ টাকা জরিমানা করা হয়ে। জেড ক্যাটাগরির কোম্পানিটি ২০১০ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। কোম্পানির মোট শেয়ারের ৪ দশমিক ১৬ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকের কাছে। বাকি অংশের মধ্যে ১৩ দশমিক ২৩ শতাংশ রয়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর কাছে। আর বিদেশি বিনিয়োগকারীর কাছে রয়েছে ১২ দশমিক ১৮ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীরর কাছে রয়েছে ৭০ দশমিক ৪৩ শতাংশ শেয়ার।
×