ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পটুয়াখালীর ৫ রাজাকারের বিরুদ্ধে যুক্তিতর্ক ১৬ এপ্রিল

প্রকাশিত: ০০:৫৬, ২৭ ফেব্রুয়ারি ২০১৮

পটুয়াখালীর ৫ রাজাকারের বিরুদ্ধে যুক্তিতর্ক ১৬ এপ্রিল

স্টাফ রিপোর্টার ॥ একাত্তরের মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে পটুয়াখালীর রাজাকার ইসহাক সিকদার সহ ৫ রাজাকারের বিরুদ্ধে মামলার তদন্তকারী কর্মকর্তা সত্যরজ্ঞন রায়ের জেরা শেষ করেছে আসামী পক্ষ। মামলার যুক্তিতকর্রে জন্য ১৬ এপ্রিল দিন নির্ধারন করেছে ট্রাইব্যুনাল। চেয়ারম্যান বিচারপতি মো:শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্য বিশিষ্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল -১ মঙ্গলবার এ আদেশ প্রদান করেছেন। এ মসয় প্রসিকিউশন পক্ষে ছিলেন প্রসিকিউটর জেয়াদ আল মালুম ,প্রসিকিউটর রিজিয়া সুলতানা চমন। আসামি পক্ষে ছিলেন আব্দুস সাক্তার পালোয়ান। পটুয়াখালীর রাজাকার ইসহাক সিকদার সহ ৫ রাজাকার হলেন , আব্দুল গণি হাওলাদার, আব্দুল আওয়াল ওরফে মৌলভী আওয়াল, আব্দুস সাত্তার পেদা ও সুলাইমান মৃধা। ২০১৫ সালের ২৩ সেপ্টেম্বর ট্রাইব্যুনাল এই ৫ রাজাকারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। ২০১৬ সালের ১৩ অক্টোবর এ পাঁচজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। ট্রাইব্যুনাল গ্রেফতারি পরোয়ানা জারির পর ৫ জনকেই গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে একাত্তরে সংঘটিত হত্যা, গণহত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগসহ ৬ ধরনের মানবতাবিরোধী অপরাধের অভিযোগ রয়েছে। উল্লেখ্য , আসামিদের বিরুদ্ধে একাত্তরে হত্যা ও ১৭ জনকে ধর্ষণের অভিযোগ রয়েছে। এর মধ্যে এখনো ৮ জন বিরঙ্গনা জীবিত আছেন। প্রসিকিউটর রিজিযা সুলতানা চমন জনকন্ঠকে বলেন ,আগের অভিযোগ থেকে বর্তমানে এ মামলায় আসামিদের বিরুদ্ধে দুটি অভিযোগ আনা হয়েছে। প্রথম অভিযোগে আটক, নির্যাতনের পর ১৭ জনকে ধারাবাহিকভাবে হত্যার অভিযোগ আনা হয়েছে। দ্বিতীয় অভিযোগে ধর্ষণের মাধ্যমে গণহত্যার অভিযোগ আনা হয়েছে।
×