ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শেরপুরে পিআইবি’র ৩ দিনব্যাপী বুনিয়াদী প্রশিক্ষণের সমাপনী

প্রকাশিত: ০০:০১, ২৭ ফেব্রুয়ারি ২০১৮

শেরপুরে পিআইবি’র ৩ দিনব্যাপী বুনিয়াদী প্রশিক্ষণের সমাপনী

নিজস্ব সংবাদদাতা, শেরপুর ॥ শেরপুরে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট ‘পিআইবি’ আয়োজিত সাংবাদিকতায় ৩ দিনের বুনিয়াদী প্রশিক্ষণ কর্মশালা শেষ হয়েছে। মঙ্গলবার বিকেলে শেরপুরের জেলা কালেক্টরেট ভবনের ‘তুলশীমালা ট্রেনিং কাম কম্পিউটার ল্যাব’ হল রুমে সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র তুলে দেন প্রধান অতিথি জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন। ওইসময় প্রশিক্ষণ অভিজ্ঞতাকে শাণিত করে বলে উল্লেখ করে বলা হয়, প্রশিক্ষণটি গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করার পাশাপাশি মানসম্পন্ন, নির্ভুল ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সাংবাদিকদের কাজে লাগবে। সেইসাথে সাংবাদিকরা ওই প্রশিক্ষণে অর্জিত জ্ঞান পেশাগত জীবনে কাজে লাগিয়ে দেশ ও জনগণের কল্যাণে কাজ করবেন বলে অভিমত ব্যক্ত করা হয়। পিআইবির পরিচালক (প্রশিক্ষণ) বেগম আনোয়ারা বেগমের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত জেলা তথ্য কর্মকর্তা নারায়ণ চন্দ্র সরকার, প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধার, সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলা প্রমুখ। শুভেচ্ছা বক্তব্য রাখেন পিআইবি’র প্রশিক্ষক পারভীন এস রাব্বী। ৩ দিনব্যাপী ওই প্রশিক্ষণে সংবাদ ও ফিচার লিখন কাঠামো, কৌশল, সাংবাদিকতা সম্পর্কিত নানা আইন কানুন-নীতিমালা, তথ্য অধিকার আইন, সরকারের শুদ্ধাচার কৌশলসহ ১৫টি অধিবেশন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন সেশনে ক্লাশ নেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণ যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারপার্সন ড. প্রদীপ কুমার পান্ডে, পিআইবির প্রশিক্ষক পারভীন এস রাব্বী ও বাংলাভিশনের সিনিয়র নিউজ এডিটর রুহুল আমীন রুশদ। প্রশিক্ষণে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত ৩৫ জন সাংবাদিক অংশ নেন।
×