ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আবারো মাঠে ফিরছেন বুফন

প্রকাশিত: ১৯:৪৪, ২৭ ফেব্রুয়ারি ২০১৮

আবারো মাঠে ফিরছেন বুফন

অনলাইন ডেস্ক ॥ জিয়ানলুইজি বুফন। ইতালি দলের সেই কিংবদন্তি গোলরক্ষকের বিদায়টা হয়তো ভোলেননি ফুটবলপ্রেমীরা। ২০১৮ বিশ্বকাপ বাছাইপর্ব থেকে দলের বিদায়ের পর বুফনের কান্নাভরা মুখের ছবি হয়তো অনেকেরই মনে আছে। ফুটবলকে সেদিন বিদায়ও জানিয়েছিলেন, কিন্তু ফুটবলে আবারো ফেরার ইচ্ছা কিংবদন্তি এই গোলরক্ষকের। আর্জেন্টিনা ও ইংল্যান্ডের বিপক্ষে মার্চে প্রীতি ম্যাচ খেলবে ইতালি। আজ্জুরিদের হয়ে ম্যাচগুলোতে দলের হয়ে নেতৃত্ব দেয়ার ইচ্ছা বুফনের। দলের প্রয়োজনে মাঠে নামতে রাজি আছেন বলে জানিয়েছেন এই গোলরক্ষক। ‘ভবিষ্যতে কি হবে তা নিয়ে চিন্তা করছি না, আনুগত্য ও দায়িত্ব থেকে বলছি।’ সুইডেনের বিপক্ষে গোলশূন্য ড্র করে বিশ্বকাপের বাছাইপর্বে ছিটকে যাওয়ার পর দলের দায়িত্বটা আবারো নিজের কাঁধে নিতে চান ফুটবলের এই কিংবদন্তি। আগামী ২৩ মার্চ আর্জেন্টিনার বিপক্ষে ম্যানচেষ্টারে, চারদিন পর ওয়েম্বলিতে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে ইতালি। দুটি প্রীতি ম্যাচে ফেরার জন্য প্রস্তুত বলে জানালেন বুফন, ‘এই সময়ে দলের দায়িত্ব নেয়ার ব্যাপারটা অনুভব করছি। দুটি প্রীতি ম্যাচ আছে। ছুটিতে আমি পরিবার নিয়ে ঘুরতে যাওয়ার চিন্তা করেছি। কিন্তু এই সময় জাতীয় দলের প্রয়োজনে আমি ম্যাচে ফিরতে প্রস্তুত, দায়িত্ব এড়িয়ে যাবো না।’ দলের অভিজ্ঞ খেলোয়াড়দেরকেই এই সময়ে দলে নেয়ার পরামর্শ দিলেন বুফন। ২০০৬ সালে বিশ্বকাপ জেতানো এই গোলরক্ষক মনে করছেন দল আবার ঘুরে দাঁড়াবে। নিজের দলকে নেতৃত্ব দিতে আবারো মাঠে দেখা যেতে পারে এই ফুটবল কিংবদন্তিকে। হয়তো বিশ্বসেরা এই গোলরক্ষকের মাঠে ফেরার দৃশ্যটা দেখার অপেক্ষায় থাকবেন ফুটবলপ্রেমীরা।
×