ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

প্রধান বিচারপতির অভিভাষণ আজ

প্রকাশিত: ১৮:৫৪, ২৭ ফেব্রুয়ারি ২০১৮

প্রধান বিচারপতির অভিভাষণ আজ

স্টাফ রির্পোটার ॥ সুপ্রিম কোর্টের কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে আজ মঙ্গলবার ভাষণ দেবেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। বিকেল সাড়ে ৪টায় সুপ্রিম কোর্ট মিলনায়তনে প্রধান বিচারপতির অভিভাষণের সময় নির্ধারিত রয়েছে। সুপ্রিম কোর্টের ডেপুটি রেজিস্ট্রার মো. আক্তারুজ্জামানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। দেশের ২২তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পাওয়ার পর আজই প্রথম সুপ্রিম কোর্টের কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে ভাষণ দেবেন সৈয়দ মাহমুদ হোসেন। অভিভাষণ প্রদান অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার, অতিরিক্ত রেজিস্ট্রার, ডেপুটি রেজিস্ট্রার, সহকারী রেজিস্ট্রার, বেঞ্চ অফিসার, সহকারী বেঞ্চ অফিসার ও সুপারিনটেনডেন্টদের উপস্থিত থাকতে বলা হয়েছে। গত ২ ফেব্রুয়ারি প্রধান বিচারপতি হিসেবে আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনকে নিয়োগ দেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
×