ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের মা আর নেই

প্রকাশিত: ০৮:৩৭, ২৭ ফেব্রুয়ারি ২০১৮

সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের মা আর নেই

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের মা বেগম ফজিলাতুন্নেসা আর নেই। সোমবার রাত ১০টা ৩৫ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে তিনি মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৯৬ বছর। তিনি ৪ পুত্র, ৬ কন্যাসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার আবু নাছের এসব তথ্য জানান। ওবায়দুল কাদেরের মায়ের মৃত্যুতে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক প্রকাশ করেছেন। মৃত্যু সংবাদ শুনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা টেলিফোনে ওবায়দুল কাদেরের সঙ্গে কথা বলে তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। আবু নাছের বলেন, মঙ্গলবার বাদ জোহর কোম্পানীগঞ্জ সরকারী মুজিব কলেজ মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হবে। এদিকে বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ের গণমাধ্যম শাখার কর্মকর্তা শায়রুল কবীর খান জানান, ওবায়দুল কাদেরের মায়ের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার মৃত্যুতে আরও শোক জানিয়েছেন, আইনমন্ত্রী এ্যাডভোকেট আনিসুল হক, মুক্তিযুদ্ধ বিষয়ক সাবেক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন এবি তাজুল ইসলাম এমপি, খন্দকার আজিজুল হক আরজু এমপি ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক যুগ্ম মহাসচিব সফিকুল বাহার মজুমদার টিপু।
×