ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ডিএমএসের বর্ষপূর্র্তি আয়োজনে তারার মেলা

প্রকাশিত: ০৬:৫৩, ২৭ ফেব্রুয়ারি ২০১৮

ডিএমএসের বর্ষপূর্র্তি আয়োজনে তারার মেলা

স্টাফ রিপোর্টার ॥ এক বছর সফলতার সঙ্গে পার করে গতকাল দ্বিতীয় বর্ষে পদার্পণ করে অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান ‘ধ্রুব মিউজিক স্টেশন’। রবিবার আনন্দ আয়োজনের মধ্য দিয়ে পালিত হয় ডিএমএসের প্রতিষ্ঠাবার্ষিকী। রাজধানীর একটি অভিজাত রেস্টুরেন্টে ওই দিন সঙ্গীত তারকাদের মেলা বসে। আনন্দ আয়োজন, মিষ্টিমুখ ও কেক কাটার মধ্য দিয়ে উদ্যাপন করা হয় প্রতিষ্ঠানটির জন্মদিন। অনুষ্ঠানের সূচনা করেন প্রতিষ্ঠানটির কর্ণধার সঙ্গীত শিল্পী ধ্রুব কুমার গুহ, অনুষ্ঠানের উপস্থিত ছিলেন সঙ্গীত শিল্পী আসিফ আকবর, হাবিব ওয়াহিদ, আঁখি আলমগীর, কনা, ইমরান, বেলাল খান, জুয়েল মোর্শেদ, সালমা, প্রতিক হাসান, প্রীতম হাসান, কর্নিয়া, বেলি, ফকির সাহাবুদ্দিন, শান, তানজিব সারোয়ার, সুজন আরিফ, সোহেল মেহেদী, তরুণ মুন্সী, লুৎফর হাসান, ইলিয়াস হোসাইন, মিলন, গীতিকার মারজুল রাসেল, জুলফিকার রাসেল, আহমেদ রিজভীসহ আরও অনেকে। গত এক বছরে ডিএমএসে কিছু শ্রুতিমধুর গান এবং রুচিশীল মিউজিক ভিডিও দর্শক শ্রোতাদের কাছে প্রশংসিত হয়েছে। শুরু থেকেই ধ্রুব মিউজিক স্টেশন বাংলাদেশের সঙ্গীতাঙ্গনে ভিন্নধর্মী পরিকল্পনা হাতে নিয়ে এগিয়েছে। একাধিক পরামর্শক, গবেষক এবং সৃজনশীল ব্যক্তিদের সমন্বয়ে সাধারণ শ্রোতা-দর্শকদের চাহিদাকে প্রাধান্য দিয়ে বিভিন্ন ঘরানার গান প্রকাশ করে আসছে প্রতিষ্ঠানটি। বর্ষপূর্তিতে প্রতিষ্ঠানটির কর্ণধার ধ্রুব গুহ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আগামীতে দেশের সব গুণী শিল্পীদের নিয়ে ধ্রুব মিউজিক স্টেশন কাজ করবে। পাশাপাশি নতুন প্রতিভাবানদের নিয়ে কাজ করা অব্যাহত রাখবে। তিনি আশা প্রকাশ করেন, গত বছরের ন্যায় আগামী বছরগুলোতেও সবার অকৃত্রিম ভালবাসা আর সহযোগিতা নিয়ে এগিয়ে যাবে ধ্রুব মিউজিক স্টেশন।
×