ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নেইমারের ইনজুরি, পিএসজির জয়

প্রকাশিত: ০৬:৫০, ২৭ ফেব্রুয়ারি ২০১৮

নেইমারের ইনজুরি, পিএসজির জয়

স্পোর্টস রিপোর্টার ॥ বড়সড় ধাক্কা খেয়েছেন নেইমার। ব্রাজিলিয়ান সুপারস্টার ফরাসী লীগ ওয়ানের ম্যাচে ইনজুরিতে পড়েছেন। যে কারণে রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লীগে তার খেলা নিয়ে সংশয় সৃষ্টি হয়েছে। তবে নেইমার চোট নিয়ে মাঠ ছাড়লেও জয় পেয়েছে তার দল প্যারিস সেইন্ট-জার্মেইন (পিএসজি)। রবিবার রাতে ঘরের মাঠ প্যারিসের পার্ক দ্য প্রিন্সেসে অনুষ্ঠিত ম্যাচে মার্শেইকে ৩-০ গোলে হারিয়েছে পিএসজি। নিজেদের মাঠে ম্যাচের শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ নিয়ে খেলে পিএসজি। এরই ধারাবাহিকতায় ম্যাচের ১০ মিনিটে দলকে লিড এনে দেন কিলিয়ান এমবাপে। দানি আলভেজের বাড়ানো বল সফরকারী দলের এক ডিফেন্ডার রুখে দিলে তা পেয়ে যান ফরাসী এই ফরোয়ার্ড। বাঁ-পায়ের শটে লক্ষ্যভেদ করেন তিনি। ম্যাচের ২৭ মিনিটে নিজেদের ভুলে দ্বিতীয় গোল খায় সফরকারীর। ডান দিকে এডিনসন কাভানির উদ্দেশে নেইমারের ক্রস ঠেকাতে গিয়ে জালে ঠেলে দেন রোলান্ডো। বিরতির পর ৫৫ মিনিটে ব্যবধান ৩-০ করেন কাভানি। নেইমারের বাড়ানো বল কোনাকুনি শটে জালে পাঠান উরুগুয়ের স্ট্রাইকার। এবারের লীগে এই নিয়ে সর্বোচ্চ ২৪ গোল করলেন কাভানি। ম্যাচের ৭৭ মিনিটে প্রতিপক্ষের এক খেলোয়াড়ের কাছ থেকে বল কেড়ে নিতে গিয়ে পায়ে ব্যথা পান নেইমার। বেশ কিছুক্ষণ মাঠে চিকিৎসা নেওয়ার পর স্ট্রেচারে করে মাঠ ছাড়েন বিশ্বের সবচেয়ে দামী ফুটবলার। আগেই তিন জন খেলোয়াড় পরিবর্তন করায় বাকি সময় তাই এক জন কম নিয়ে খেলতে হয় স্বাগতিকদের। এ জয়ে ২৭ ম্যাচে ৭১ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান আরও মজবুত করেছে পিএসজি। আবাহনীর চার গোল জাতীয় দলকে স্পোর্টস রিপোর্টার ॥ জাতীয় দল মানে সবচেয়ে শক্তিশালী দল, দেশের সব সেরা খেলোয়াড়দের নিয়ে গড়া দল। তাই তাদের সঙ্গে যদি দেশের কোন ক্লাবের খেলা হয়, তাহলে নিশ্চিতভাবেই বিপুল ব্যবধানে জেতার কথা জাতীয় দলের। কিন্তু সোমবার ঘটেছে উল্টোটি! বিকেএসপিতে অনুষ্ঠিত এক প্রস্তুতি ম্যাচে ঢাকা আবাহনী লিমিটেডের কাছে হেরেছে জাতীয় ফুটবল দল। তাও আবার গো-হারা, ৪-০ গোলে! আবাহনীর সানডে চিজোবা জোড়া গোল করেন। একটি করে গোল করেন নাবীব নেওয়াজ জীবন ও এমেকা ডার্লিংটন।
×