ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শেখ জামালকে হারিয়েছে দোলেশ্বর, ফজল ও সোহানের সেঞ্চুরি

শরীফের হ্যাটট্রিকে গাজীকে হারাল রূপগঞ্জ

প্রকাশিত: ০৬:৫০, ২৭ ফেব্রুয়ারি ২০১৮

শরীফের হ্যাটট্রিকে গাজীকে হারাল রূপগঞ্জ

স্পোর্টস রিপোর্টার ॥ চলমান ওয়ালটন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগে (ডিপিএল) এবার দ্বিতীয় হ্যাটট্রিক দেখা গেল সোমবার। বিকেএসপির ৩ নম্বর মাঠে লিজেন্ডস অব রূপগঞ্জের পেসার মোহাম্মদ শরীফ গাজী গ্রুপ ক্রিকেটার্সের শেষ তিন ব্যাটসম্যানকে টানা তিন বলে সাজঘরে ফিরিয়ে হ্যাটট্রিক পূরণ করেন। তার ৬ উইকেট এবং আরেক পেসার মোহাম্মদ শহীদের ৩ উইকেট শিকারে গাজীকে ৫ উইকেটে হারিয়েছে রূপগঞ্জ। চলতি লীগে প্রথম হ্যাটট্রিক করেছিলেন রূপগঞ্জেরই স্পিনার আসিফ হাসান শেখ জামাল ধানম-ি ক্লাবের বিপক্ষে ৭ ফেব্রুয়ারি। ফতুল্লায় আরেক ম্যাচে ফজলে মাহমুদের অপরাজিত ১২০ রানে ভর দিয়ে শেখ জামালকে ৫৬ রানে হারিয়েছে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব। দোলেশ্বর প্রথম ব্যাট করতে নেমে ৬ উইকেটে ২৯৩ রান তোলে দোলেশ্বর। দ্বিতীয় উইকেটে লিটন দাস ও ফজলে মাহমুদের ৮২ রানের জুটি এবং শেষদিকে জোহাইব খানের ৩৮ বলে ১ চার, ২ ছক্কায় ৩৮ রানের ইনিংসে এ সংগ্রহ পায় তারা। লিটন ৮৯ বলে ৩ চার, ৪ ছক্কায় ৬৯ এবং ফজলে মাত্র ১০১ বলে ৫ চার, ৬ ছক্কায় ১২০ রানের হার না মানা ঝড়ো ইনিংস খেলেন। জবাবে নুরুল হাসান সোহানের ৮৮ বলে ৭ চার, ১ ছক্কায় করা ১০০ রানের ঝড়ো ইনিংসের পরেও ৪৫ ওভারে ২৩৭ রানে গুটিয়ে যায় জামাল। ফরহাদ রেজা নেন ৪ উইকেট। বিকেএসপির ৩ নম্বর মাঠে রূপগঞ্জের পেসারদের ঝড়ে ৩২.৪ ওভার টিকে ১৯০ রানে গুটিয়ে যায় গাজীর ইনিংস। শুধুমাত্র নাদিফ চৌধুরী দৃঢ়তা দেখিয়ে ৬১ বলে ২ চার, ৫ ছক্কায় ৭৫ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেন। তবে ৩৩তম ওভারের তৃতীয় বলে তাকে তুলে নেয়ার পর চতুর্থ বলে রুহেল আহমেদকে শিকার করেন ওই ওভারের দ্বিতীয় বলে রাজিবুল ইসলামকে সাজঘরে ফেরানো শরীফ। এতে হ্যাটট্রিক পূর্ণ হয় তার। লিস্ট ‘এ’ ক্রিকেটে ক্যারিয়ারসেরা বোলিং করে তিনি ৩৩ রানে নেন ৬ উইকেট। আর শহীদ নেন ৩২ রানে ৩ উইকেট। জবাব দিতে নেমে পারভেজ রসুলের ৫৭ বলে ৫ চার, ২ ছক্কায় অপরাজিত ৬১ রানের সুবাদে ৫ উইকেটের জয় পায় রূপগঞ্জ। ৩২.১ ওভারে ৫ উইকেটে ১৯১ রান তোলে তারা। অফস্পিনার নাঈম হাসান নেন ৩৮ রানে ৩ উইকেট। এ ম্যাচটি বৃষ্টির কারণে ৩৩ ওভারে নামিয়ে আনা হয়েছিল।
×