ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

গ্রিজম্যানের হ্যাটট্রিকে এ্যাটলেটিকোর জয়

প্রকাশিত: ০৬:৫০, ২৭ ফেব্রুয়ারি ২০১৮

গ্রিজম্যানের হ্যাটট্রিকে এ্যাটলেটিকোর জয়

স্পোর্টস রিপোর্টার ॥ অবশেষে স্বরূপে ফিরলেন এ্যান্টোনিও গ্রিজম্যান। ফরাসী এই স্ট্রাইকার স্প্যানিশ লা লিগায় দুর্দান্ত হ্যাটট্রিক করেছেন। রবিবার রাতে গ্রিজম্যানের করা হ্যাটট্রিকে ভর করে এ্যাটলেটিকো মাদ্রিদ ৫-২ গোলে উড়িয়ে দিয়েছে স্বাগতিক সেভিয়াকে। এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা বার্সিলোনার সঙ্গে ব্যবধান ৭ পয়েন্ট কমিয়ে এনেছে দিয়াগো সিমিওনের দল। ২৫ ম্যাচে বার্সার পয়েন্ট ৬৫ আর এ্যাটলেটিকোর ৫৮। ৫১ পয়েন্ট নিয়ে তিনে চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। বড় জয় পেলেও প্রথম গোল পেতে প্রায় আধাঘণ্টা অপেক্ষা করতে হয় এ্যাটলেটিকোকে। ২৯ মিনিটে সেভিয়ার রক্ষণভাগের জটলা থেকে বল পেয়ে গোল করে এ্যাটলেটিকো মাদ্রিদকে লিড এনে দেন সাবেক চেলসি তারকা দিয়াগো কোস্টা। এ সময় পেনাল্টি বক্সে অবস্থান নেয়া এভার বানেগাকে ছোট্ট পাসে বল দিতে চেয়েছিলেন গোলকিপার সার্জিও রিকো। কিন্তু সতীর্থ খেলোয়াড় বলটি নিয়ন্ত্রণে নিতে বিলম্ব করার সুযোগ কাজে লাগিয়ে সেটি জালে জড়ান আর্জেন্টাইন তারকা। এরপর সেভিয়া কয়েকটি গোলের সুযোগ পায়। বিশেষ করে কলম্বিয়ান স্ট্রাইকার লুইস মুরিয়েলের প্রচেষ্টাগুলো দারুণ দক্ষতার সঙ্গে রুখে দেন এ্যাটলেটিকোর গোলকিপার ইয়ান ওবলাক। বিরতিতে যাওয়ার তিন মিনিট আগে গোলের খাতা খোলেন হ্যাটট্রিকম্যান গ্রিজম্যান।
×