ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ইংলিশ প্রিমিয়ার লীগ ফুটবল, ম্যানচেস্টার ইউনাইটেড ২-১ চেলসি

চেলসিকে হারিয়ে দুইয়ে ম্যানইউ

প্রকাশিত: ০৬:৪৯, ২৭ ফেব্রুয়ারি ২০১৮

চেলসিকে হারিয়ে দুইয়ে ম্যানইউ

স্পোর্টস রিপোর্টার ॥ পিছিয়ে পড়েও ইংলিশ প্রিমিয়ার লীগ ফুটবলে দারুণ জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। রবিবার রাতে ওল্ড ট্রাফোর্ডে অতিথি চেলসিকে ২-১ গোলে হারিয়েছে ম্যানইউ। রেড ডেভিলদের হয়ে গোল করেন রোমেলু লুকাকু ও জেসে লিনগার্ড। ব্লুজদের হয়ে একমাত্র গোলটি করেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার উইলিয়ান। এই জয়ে পয়েন্ট তালিকায় ফের দ্বিতীয় স্থানে উঠে এসেছে ম্যানইউ। বর্তমানে ২৮ ম্যাচে ৫৯ পয়েন্ট জোশে মরিনহোর দলের। ৭২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে লীগ কাপ জয় করা ম্যানচেস্টার সিটি। আরেক ম্যাচে ক্রিস্টাল প্যালেসকে শেষ মুহূর্তের গোলে টটেনহ্যাম হটস্পার পরাজিত করায় টেবিলের পঞ্চম স্থানে নেমে গেছে চেলসি। অর্থাৎ ৫৫ পয়েন্ট নিয়ে চারে টটেনহ্যাম। আর দুই পয়েন্ট কম নিয়ে পাঁচে চেলসি। সফরকারী চেলসি উইলিয়ানের গোলে এগিয়ে গেলেও লিড ধরে রাখতে পারেনি। ম্যাচের শুরুটাও ব্লুজদের ভালই হয়েছিল। কিন্তু সাত মিনিট পরে গোলপোস্টের কাছে থেকে লুকাকু ম্যাচে সমতা ফেরালে ইউনাইটেডের ভাগ্য বদলে যায়। শুধুমাত্র গোল করেই থেমে যাননি বেলজিয়ান তারকা লুকাকু। বিরতির পর তার ক্রসেই বদলি খেলোয়াড় লিনগার্ড দারুণ এক হেডে স্বাগতিকদের এগিয়ে দেন। চ্যাম্পিয়ন লীগে সেভিয়ার বিপক্ষে মূল একাদশের বাইরে রাখা ৮৯ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে দলে নেয়া পল পোগবাকে শুরু থেকেই দলে রাখেন ম্যানইউ কোচ মরিনহো। কিন্তু সপ্তাহের মাঝামাঝিতে বার্সিলোনার সঙ্গে ১-১ গোলে ড্র করা এ্যান্টোনিও কন্টের চেলসি দুটি পরিবর্তন করে। ছয় সপ্তাহের মধ্যে প্রথমবারের মত মূল একাদশে খেলতে নামেন আলভারো মোরাতা। ম্যাচর শুরুর চার মিনিটের মধ্যেই মার্কোস আলোনসোর ক্রসে মোরাতার সাইড ভলি বারে লেগে ফেরত আসে। প্রথম কোয়ার্টারে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোটাই ছিল চেলসির কাছে। কিন্তু বার্সিলোনার বিপক্ষে বল নিয়ে যেভাবে তাদের অনেকটা সময় দাপট দেখাতে দেখা গিয়েছিল সেদিক থেকে ইউনাইটেডের শক্ত প্রতিরোধের মুখেই ব্লুজদের পড়তে হয়। এ্যান্থনি মার্শালের লো ক্রসে গোল এরিয়ার মধ্যে এ্যালেক্সি সানচেজ খুব একটা সুবিধা করতে পারেননি। যদিও গত মাসে ইউনাইটেডে যোগ দেয়া এই চিলিয়ান তারকা শুরু থেকেই বড় কোন সুযোগের অপেক্ষায় ছিলেন। কাউন্টার এ্যাটাক থেকে ম্যাচের প্রথম গোল পায় চেলসি। ৩২ মিনিটে ইডেন হ্যাজার্ডের সঙ্গে বল আদান প্রদান করে উইলিয়ান জোরালো শটে চেলসিকে এগিয়ে নেন। গত তিন ম্যাচে এই ব্রাজিলিয়ানের এটি চতুর্থ গোল। যদিও এই লিড মাত্র সাত মিনিট স্থায়ী থাকে। সানচেজের কাছ থেকে মার্শালের দারুণ এক পাসে ইউনাইটেডের পক্ষে সমতা ফেরান লুকাকু। তখন ম্যাচের বয়স ৩৯ মিনিট। ইউনাইটেডের জার্সি গায়ে শীর্ষ ছয় দলের বিপক্ষে এটি লুকাকুর প্রথম গোল। ৭৫ মিনিটে লুকাকুর ক্রসে লিনগার্ড দারুণ এক হেডে ম্যানইউর জয় নিশ্চিত করেন। এই ম্যাচটি শুধুমাত্র দুই দলের মধ্যেই লড়াই ছিল না, দুই দলের দুই কোচ মরিনহো ও এ্যান্টোনিও কন্টের মধ্যেও একটি অলিখিত লড়াইও ছিল। সম্প্রতি দু’জনের বিভিন্ন ধরনের মন্তব্যে ম্যাচ শুরুর আগেই বেশ উত্তেজনা বিরাজ করে। ম্যাচ শেষে শিষ্যদের প্রশংসা করে ম্যানইউ কোচ জোশে মরিনহো বলেন, এই জয়ে আমি খুশি। ছেলে খুব ভাল খেলেছে। বিশেষ করে পিছিয়ে পড়ার পর ওরা যেভাবে খেলেছে তাতে আমি অভিভূত।
×