ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

টি২০ দলে ফের ৫ পরিবর্তন

প্রকাশিত: ০৬:৪৯, ২৭ ফেব্রুয়ারি ২০১৮

টি২০ দলে ফের ৫ পরিবর্তন

মোঃ মামুন রশীদ ॥ ঘরের মাটিতে চলতি মাসেই শ্রীলঙ্কার বিপক্ষে শেষ হওয়া ২ ম্যাচের টি২০ সিরিজে খেলতে পারেননি অধিনায়ক সাকিব আল হাসান। বাঁ হাতের কনিষ্ঠ আঙ্গুলের ইনজুরি এবং সেলাই দিতে হওয়ায় খেলা হয়নি তার। এখনও পুরোপুরি সুস্থ হননি, হয়ত ৬ মার্চ থেকে শুরু হতে যাওয়া ত্রিদেশীয় নিদাহাস ট্রফিতে শুরুর কয়েকটি ম্যাচও খেলতে পারবেন না। তবে তাকে অধিনায়ক করেই এ ট্রফির জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করা হয়েছে। সহঅধিনায়ক হিসেবে আছেন মাহমুদুল্লাহ রিয়াদ। দল থেকে বাদ পড়েছেন জাকির হাসান, আফিফ হোসেন ধ্রুব, মোহাম্মদ মিঠুন, মোহাম্মদ সাইফউদ্দিন ও মেহেদি হাসান। তবে সাকিবের পাশাপাশি দলে ফিরেছেন ওপেনার ইমরুল কায়েস, পেসার তাসকিন আহমেদ, উইকেটরক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান সোহান ও অফস্পিন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। সোমবার বিকেলে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু দল ঘোষণা করেন। আগামী ৪ মার্চ ১৬ সদস্যের এই দলটি শ্রীলঙ্কার উদ্দেশ্যে দেশ ছাড়বে। শ্রীলঙ্কার স্বাধীনতা অর্জনের ৭০ বছর পূর্তি উপলক্ষে ৬ মার্চ থেকে ত্রিদেশীয় টি২০ সিরিজ আয়োজন করছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। সেখানে শ্রীলঙ্কার দুই প্রতিপক্ষ ভারত ও বাংলাদেশ। গত ১৫ ও ১৮ ফেব্রুয়ারি বাংলাদেশের মাটিতে ২ ম্যাচের টি২০ সিরিজ খেলেছে সফরকারী লঙ্কানরা। সেই সিরিজে বাংলাদেশ দল থেকে ৭ ক্রিকেটার বাদ পড়েছিলেন আর একেবারে নতুন মুখ হিসেবে জায়গা করে নিয়েছিলেন ৬ ক্রিকেটার। কিন্তু সেই পরীক্ষা-নিরীক্ষায় এবার নিদাহাস ট্রফির জন্য ঘোষিত দলে টিকে গেছেন শুধুমাত্র আরিফুল, জায়েদ রাহী ও নাজমুল অপু। ছিটকে গেছেন জাকির, আফিফ ও মেহেদি। এ বিষয়ে প্রধান নির্বাচক নান্নু বলেন, ‘জাকির বাদ পড়েছে তামিম ফেরায়। আফিফকে নিয়েছিলাম, সাকিবের বদলে। সে যেহেতু ফিরেছে (তাই আফিফ নাই)। কিছু খেলোয়াড় বিপিএলে হোমে ভাল খেলেছে। এই হিসেবে ওদেরকে দেখেছি। বিশ্বকাপ নিয়ে আমাদের একটা ভিশন আছে। ওদেরকে পুলভুক্ত করেছি এবং ওদেরকে সময়ের সঙ্গে দলের জন্য গড়ে তুলব।’ ঘোষিত দলে ওপেনার ইমরুলের ফেরা বিস্ময়ের জন্ম দিয়েছে। এখন পর্যন্ত আন্তর্জাতিক টি২০ ম্যাচে কোন ভাল ইনিংস খেলতে না পারা ইমরুল ১৪ টি২০-তে মাত্র ৯.১৫ গড় ও ৮৮.৮০ স্ট্রাইক রেটে ১১৯ রান করতে পেরেছেন। সর্বোচ্চ ৩৬ রানের একটি ইনিংস খেলতে পেরেছেন। আরেকটি অন্তর্ভুক্তি উইকেটরক্ষক ব্যাটসম্যান সোহানের ফেরার বিষয়টিও আলোচনার জন্ম দিয়েছে। শ্রীলঙ্কার বিপক্ষে হোমসিরিজের দলে এ প্রতিভাবান ক্রিকেটারকে কোন সুযোগই দেননি নির্বাচকরা। জাকির ও মিঠুন দলে খেলেছেন। এবার সে দুইজনকেই বাদ দিয়ে সোহানকে নেয়া হয়েছে। পেসার তাসকিনকেও ফেরানো হয়েছে নতুন করে। এসব নিয়ে নান্নু বলেন, ‘ইমরুলের অন্তর্ভুক্তি তৃতীয় ওপেনার হিসেবে। আমরা চাচ্ছি, যারা ফাস্ট বোলিংয়ের বিপক্ষে ভাল ব্যাটিং করতে পারে এবং যেহেতু ও টেস্টে ওপেন করে। শ্রীলঙ্কার কন্ডিশনে পেসারদের আধিক্য থাকবে। ভারতও অনেক পেসার নিয়ে খেলে। ওই সব চিন্তা করেই তৃতীয় ওপেনার হিসেবে ওকে নেয়া। আমরা অভিজ্ঞতাকে একটা কারণেই মূল্যায়ন করেছি যে, যেহেতু আমাদের শ্রীলঙ্কা সিরিজটা খুব খারাপ গেছে। এখন যদি অভিজ্ঞতাটা কাজে লাগাতে পারে। সোহান ঘরোয়া ক্রিকেটে যথেষ্ট ভাল খেলেছে। সেটা মাথায় রেখেই ও এসেছে। আর তাসকিন, অধিনায়কের পছন্দ ছিল। যেহেতু প্রেমাদাসায় খেলা, বড় মাঠ। সেখানে যারা ভাল গতিতে বল করতে পারে, শর্ট বল করার অভিজ্ঞতা আছে, এটা চিন্তা করেই তাকে নিয়েছি। আমাদের দেশে এখন যত পেসার আছে, ওরই কিন্তু বেশি গতি। ওকে নিয়ে টিম ম্যানেজমেন্টের চিন্তা আছে।’ নিদাহাস ট্রফিতে বাংলাদেশের প্রথম ম্যাচ ভারতের বিরুদ্ধে ৮ মার্চ। এর আগেই সাকিবের পুরোপুরি ফিট হয়ে ওঠা নিয়ে আছে সংশয়। এ বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ‘সাকিবের পুরোপুরি সুস্থ হতে আরও ১০ দিন সময় লাগবে। এখন ব্যাটিং করতে পারলেও বোলিংয়ে সমস্যা হবে। আপাতত আমরা তাকে রেখেই দল ঘোষণা করেছি। তবে হয়ত প্রথম দুয়েকটা ম্যাচ মিস করতে পারে। সাকিব যদি নাও খেলে দলের অধিনায়ক হিসেবেই থাকছে দলের সঙ্গে। ওখানটায় সাকিব না থাকলে রিয়াদই হবে স্বাভাবিকভাবে। একটা ম্যাচের জন্য আরেকজনকে অধিনায়ক করা, আবার সাকিব যখন ফিরবে আবার বাদ দেয়া- এটা আরও খারাপ।’ গত কয়েকটি সিরিজে পেস বোলিং অলরাউন্ডার সাইফউদ্দিনের পারফর্মেন্স নির্বাচকদের সন্তুষ্ট করতে পারেনি বলে তিনি বাদ পড়েছেন। আর মিরাজকে ১৬তম সদস্য হিসেবেই দলে টানা হয়েছে। আর সাম্প্রতিক সময়ে বাজে পারফর্মেন্সের মধ্যে থাকলেও সাব্বির রহমানকে আগের কয়েকটি সিরিজে ভাল করার পুরস্কার হিসেবে সুযোগ দেয়া হয়েছে। ইমরুল ও তাসকিন অফ ফর্মের কারণে শ্রীলঙ্কার বিপক্ষে টি২০ সিরিজে ডাক পাননি। সর্বশেষ দক্ষিণ আফ্রিকা সিরিজে তারা টি২০ খেলেছেন। দলে ফেরা আরেক তরুণ সোহান এক বছর পর ডাক পেলেন। গত জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ২০ ওভারের ক্রিকেট খেলেছিলেন তিনি। নিদাহাস ট্রফিতে এই দলটিকে নিয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলার আশা নান্নুর,‘টি২০ ফরমেটে কিন্তু আমাদের পারফর্মেন্স এখনও খুব ভাল নয়। সে হিসেবে আপনাকে যেটা বললাম যে, বিশ্বকাপ নিয়ে আমাদের একটা পরিকল্পনা আছে। এখন আমরা যদি ১৮ জনের একটা পুল রেডি করে ফেলতে পারি, সেটা আমাদের জন্য ভাল হবে। আমি আশাবাদী এই দলটা ভাল করবে। আমরা লড়াই করার জন্যই দল গড়েছি।’ ৪ মার্চ শুরু হওয়া নিদাহাস ট্রফিতে প্রতিটি দল ফাইনালের আগে পরস্পরের বিপক্ষে দুটি করে ম্যাচ খেলবে। দিবারাত্রির সব ম্যাচই অনুষ্ঠিত হবে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে। নিদাহাস ট্রফিতে বাংলাদেশ দল ॥ সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদুল্লাহ রিয়াদ (সহঅধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, সাব্বির রহমান, মুশফিকুর রহীম, নুরুল হাসান সোহান, নাজমুল ইসলাম অপু, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, আরিফুল হক, আবু হায়দার রনি, আবু জায়েদ রাহী, তাসকিন আহমেদ ও মেহেদি হাসান মিরাজ।
×