ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সরফরাজেই ভরসা দেখেন আর্থার

প্রকাশিত: ০৬:৪৭, ২৭ ফেব্রুয়ারি ২০১৮

সরফরাজেই ভরসা দেখেন আর্থার

স্পোর্টস রিপোর্টার ॥ ফেবারিট না হয়েও গত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে ক্রিকেট বিশ্বকে চমকে দেয় পাকিস্তান। ওয়ানডে ফরমেটের টুর্নামেন্টে দলকে সামনে থেকে নেতৃত্ব দেন সরফরাজ আহমেদ। মিসবাহ উল হকের অবসরে এরপর তাকে টেস্টেরও দায়িত্ব দেয়া হয়। এখন তিন ফরমেটেই অধিনায়ক তিনি। এর এটা সঠিক সিদ্ধান্ত বলে মনে করছেন পাকিস্তান কোচ মিকি আর্থার, ‘আমার মতে সরফরাজই তিন ফরমেটে পাকিস্তান ক্রিকেটের নেতৃত্ব দেয়ার জন্য উপযুক্ত ব্যক্তি। তিনি দৃষ্টান্ত স্থাপন করে দলকে নেতৃত্ব দিচ্ছেন। এটি খুবই ভাল দিক। এখন আমাদের যা দরকার, তা হচ্ছে দীর্ঘ বিদেশ সফরের পর তাকে কিছুটা বিশ্রাম দেয়া, যাতে তিনি নতুন করে শুরু করতে পারেন। তিনি কোন রকম সমস্যা ছাড়াই তিন ফরমেটের ক্রিকেটে নেতৃত্ব দেয়ার যোগ্য।’ একই সঙ্গে পেসার হাসান আলীর প্রশংসা করে পাকিস্তান কোচ বলেন, ‘আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, তিনি (হাসান আলী) টেস্টে আরও উন্নতি করবেন। আমার বিশ্বাস যতই দিন যাবে ততই তিনি নিজেকে আরও সেরা হিসেবে গড়ে তুলবেন। একসময় আমাদের জন্য অসাধারণ খেলোয়াড় হিসেবে আবির্ভূত হবেন। তিনি যখন বিভিন্ন কন্ডিশনে খেলার অভিজ্ঞতা অর্জন করবেন তখন আরও উন্নত হবেন। তার উন্নতিতে আমি কোন সমস্যা দেখছি না।’ সিনিয়র ক্রিকেটার মোহাম্মদ হাফিজের সঙ্গে দ্বন্দ্বের বিষয়টিও উড়িয়ে দিয়েছেন হাই-প্রোফাইল এ ক্রিকেট কোচ।
×