ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

আরও ভয়ঙ্কর ভারতকে দেখবে বিশ্ব, বলছেন কোহলি

প্রকাশিত: ০৬:৪৬, ২৭ ফেব্রুয়ারি ২০১৮

আরও ভয়ঙ্কর ভারতকে দেখবে বিশ্ব, বলছেন কোহলি

স্পোর্টস রিপোর্টার ॥ অল্পের জন্য টেস্টের সাফল্য ফসকে গেছে। সাদা পোশাকে টানা দুটি হারে সিরিজ (২-১এ) খোয়ালেও শেষ ম্যাচে দাপুটে জয়ে ব্যবধান কমায় ভারত। তবে রঙিন পোশাকে ঠিকই ইতিহাস গড়ে কোহলি এ্যান্ড কোং। ৫-১ এ ওয়ানডের পর টি২০ সিরিজে জয় ২-১ ব্যবধানে। অতীতে যে দক্ষিণ আফ্রিকার মাটিতে কোন ফরমেটেই ন্যূনতম সাফল্য ছিল না, সেখানে টানা দুটি সিরিজে ওড়ে মোড়লদের পতাকা। আর টেস্টে সিরিজ হাতছাড়া হলেও তৃতীয় ও শেষ ম্যাচের জয়ে র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রাখায় কোহলিদের হাতে ওঠে আইসিসির পুরস্কার (স্মারক-দ-) এবং ১০ লাখ ডলারের চেক। এ নিয়ে টানা দ্বিতীয়বার টেস্ট চ্যাম্পিয়নশিপের সনদ পেল ভারত। পুরো সিরিজে ব্যাট হাতে রানের বন্যা বইয়ে দেয়া অধিনায়ক জানিয়েছেন, সফরে নিজেদের সামর্থ্যরে ৮০ ভাগ দেখাতে পেরেছে তার দল! ক্রিকেট বিশ্ব সামনে আরও ভয়ঙ্কর ভারতকে দেখবে বলেও প্রতিশ্রুতি দিয়েছেন সময়ের এ ব্যাটিং-বিস্ময়। ‘আমি এখনও বলব, সফরে আমাদের সামর্থ্যরে ৮০ ভাগ কাজে লাগাতে পেরেছি। আমরা যেটা চাইছি, সেটা আসন্ন ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া সফরে দেখাতে পারব, তখনই তৃপ্তির ভাবনাটা আসবে। পাশাপাশি এটাও বলব, এই ৮০ শতাংশের খেলাটাও কিন্তু কম আকর্ষণীয় ছিল না। সব ফরমেটে বিশ্বসেরা হতে হলে আমাদের সর্বত্রই ১০০ ভাগ দিতে হবে। সেটার জন্যই ছেলেরা প্রস্তুত হচ্ছে। আশা করছি সামনে ক্রিকেট বিশ্ব আরও ভয়ঙ্কর ভারতকে দেখতে পাবে।’ কেপটাউনে তৃতীয় ও শেষ টি২০ জিতে মিশন শেষ করার পর দুই দেশের দুই কিংবদন্তি সুনীল গাভাস্কার ও গ্রায়েম পোলকের হাত থেকে আইসিসির টেস্ট শ্রেষ্ঠত্বের পুরস্কার চেক গ্রহণের সময় বলেন কোহলি। যদিও ইনজুরির জন্য ওই ম্যাচটিতে নিয়মিত অধিনায়ককে ছাড়াই জয় তুলে নেয় রোহিত শর্মার দল। আগামী জুলাই-সেপ্টেম্বরে পূর্ণাঙ্গ ইংল্যান্ড সফরে তিন টি২০, তিন ওয়ানডে ও পাঁচ টেস্টের সিরিজ খেলবে কোহলির ভারত। এরপর (নবেম্বর ২০১৮-ফেব্রুয়ারি ২০১৯) অস্ট্রেলিয়া সফর। ওই দুটি সফরই কোহলিদের জন্য সত্যিকারের চ্যালেঞ্জ বলে মনে করেছেন সবাই। টেস্ট শ্রেষ্ঠত্বের পুরস্কারের অনুভূতি জানিয়ে কোহলি বলেন, ‘আরও একবার আইসিসির শিরোপা হাতে পেয়ে দারুণ লাগছে। এই পুরস্কার ক্রিকেটের সেরা ফরমেটে আমাদের পারফর্মেন্সের স্বীকৃতি।’ তিনি আরও যোগ করেন, ‘এ নিয়ে পর পর দু-বার আমরা এক নম্বর টেস্ট দল হলাম। এটা ভীষণ গর্বের। ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের জন্যেও দারুণ অনূভূতি। এছাড়া বিশ্বজুড়ে ভারতীয় সমর্থকদের ধন্যবাদ দিতে চাই। বিশ্বের যে প্রান্তেই খেলি সেখানেই ভক্তরা বিশাল সংখ্যায় মাঠে হাজির হয়ে আমাদের প্রেরণা জোগায়। কঠিন সময়েও তারা আমাদের পাশে থাকে। আগামী ১২-১৮ মাস কঠিন সব সফর আছে। আশা করছি সেখানেও সমর্থকরা সঙ্গে থাকবেন।’ টি২০ সিরিজের সেরা পারফর্মার ভুবনেশ্বর কুমার তো ইংল্যান্ডকে আগাম সতর্ক করে দিয়েছেন! আইসিসি টেস্ট শ্রেষ্ঠত্বের ট্রফির সঙ্গে তোলা ছবি নিজের টুইটারে দিয়ে ভারত কোচ রবি শাস্ত্রী লিখেছেন, ‘ইস্পাতকঠিন মানসিকতা দেখিয়েছ তোমরা। তোমাদের জন্য গর্ব হচ্ছে। দক্ষিণ আফ্রিকার ক্রিকেট ইতিহাতে এটাই কোন বিদেশী দলের সেরা সাফল্য। এবার উপভোগ করো।’ সফরে চমৎকার ক্রিকেট খেলায় সাবেকদের প্রশংসা পেয়েছে কোহলি-বাহিনী। সাবেক দক্ষিণ আফ্রিকা অধিনায়ক গ্রায়েম স্মিথের টুইট, ‘সত্যি ভারত এই সফরে দুর্দান্ত খেলেছে। আমার বিশ্বাস ওরা অনেক প্রোটিয়া সমর্থকেরও মন কেড়ে নিয়েছে। অভিনন্দন ভারতীয় ক্রিকেট দল ও তাদের স্পাইডারম্যান অধিনায়ক কোহলিকে।’
×