ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আর্সেনালকে নাচিয়ে চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি

প্রকাশিত: ০৬:৪৫, ২৭ ফেব্রুয়ারি ২০১৮

আর্সেনালকে নাচিয়ে চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি

জাহিদুল আলম জয় ॥ যেন সাফল্যের পরশ পাথর! যেখানেই যান সাফল্য পদতলে আঁছড়ে পড়ে। স্প্যানিশ জায়ান্ট বার্সিলোনাকে ২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত ভাসিয়েছিলেন স্বর্ণ সাফল্যে। কাতালানদের শোকেসে উপহার দিয়েছেন রেকর্ড ১৪ শিরোপা। বার্সা অধ্যায় শেষ করে ৪৭ বছর বয়সী গার্ডিওলা পাড়ি জমান জার্মান জায়ান্ট বেয়ার্ন মিউনিখে। মিউনিখের ক্লাবটিতেও তিন বছরে পেয়েছেন স্বর্ণ সাফল্য। বাভারিয়ানদের হয়ে জিতেছেন সাত শিরোপা। সেখান থেকে স্পেনের এই তারকা কোচ এখন ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটির ডাগ আউটে। ২০১৬ সালে সিটিজেনদের হয়ে কাজ শুরু করা গার্ডিওলা অবশেষে দলটির হয়ে প্রথম শিরোপা জয়ের স্বাদ পেয়েছেন। রবিবার রাতে ইংলিশ লীগ কাপ ফুটবলের ফাইনালে শক্তিশালী আর্সেনালকে ৩-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছে ম্যানচেস্টার সিটি। লন্ডনের বিখ্যাত ওয়েম্বলি স্টেডিয়ামে শীতল আবহাওয়ায় পুরো ম্যাচেই আধিপত্য বিস্তার করে খেলে ট্রফির স্বাদ পেয়েছেন সার্জিও এ্যাগুয়েরো, ভিনসেন্ট কোম্পানি, ডেভিড সিলভারা। প্রতিনিয়ত সাফল্য পাওয়া গার্ডিওলা ২০১৬-১৭ মৌসুমের শুরুতে ম্যানচেস্টার সিটির দায়িত্ব নেয়ার পর কিছুতেই পাচ্ছিলেন না শিরোপার দেখা। অবশেষে সেই খরা কাটিয়েছেন তারকা এই কোচ। আর্জেন্টিনার স্ট্রাইকার সার্জিও এ্যাগুয়েরোর গোলে প্রথমার্ধে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্থের দুই গোল করেন সিটি অধিনায়ক ভিনসেন্ট কোম্পানি ও স্প্যানিশ মিডফিল্ডার ডেভিড সিলভা। লীগ কাপে এটি সিটির পঞ্চম শিরোপা। যার তিনটি শিরোপাই জিতেছে তারা গত পাঁচ বছরে। পাঁচবার শিরোপা জয়ের পাশাপাশি একবার এই কাপের ফাইনালেও খেলেছে তারা। তবে আর্সেনালের জন্য দুর্ভাগ্যই বলা যায়। দুইবার এই আসরের শিরোপা জিতলেও ছয়বার তারা ফাইনালে হেরেছে। এবার হারের পর গানার্স সমর্থকরা দলটির কোচ আর্সেন ওয়েঙ্গারের পদত্যাগ দাবি করেছেন। চ্যাম্পিয়ন হলেও ম্যাচের প্রথম সুযোগটি পেয়েছিল আর্সেনাল। সেটি কাজে লাগাতে পারলে হয়ত ফলাফল অন্য রকমও হতে পারত। এর পরের গল্পটুকু শুধুই গার্ডিওলার শিষ্যদের। ১৮ মিনিটে এ্যাগুয়েরো সুযোগ পেয়ে সেটা হেলায় হারাননি। প্রথম গোলে সিটিকে এগিয়ে নেন তিনি। আর্জেন্টাইন এই তারকা স্ট্রাইকার সব ধরনের প্রতিযোগিতায় আর্সেনালের বিপক্ষে গত পাঁচ ম্যাচেই গোল পেয়েছেন। সিটির জার্সি গায়ে এটি ছিল তার ১৯৯ নম্বর গোল। আর চলতি মৌসুমে গোলসংখ্যা ৩০। বিরতির পর ৫৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ভিনসেন্ট কোম্পানি। ম্যাচের ৬৫ মিনিটে ব্যবধান আরও বাড়ান সিলভা। ১৯৯২-৯৩ মৌসুমে সর্বশেষ লীগ কাপে চ্যাম্পিয়ন হয় আর্সেনাল। দীর্ঘ সময় অপেক্ষা করেও শেষ পর্যন্ত শিরোপা জয়ের স্বাদ অপূর্ণই থেকে গেছে ছয়বারের রানার্সআপ ক্লাবটির। ঐতিহ্যবাহী এফএ কাপে লীগ ওয়ানের দল উইগান এ্যাথলেটিকের কাছে পরাজিত হয়ে ঐতিহাসিক কোয়াড্রাপল জয়ের সুযোগ নষ্ট করে ম্যানসিটি। ওই ম্যাচের পর গানার্সদের বিপক্ষে ফাইনালটি অগ্নিপরীক্ষাই ছিল এ্যাগুয়েরো, সিলভাদের। সেটি তারা ভালভাবেই উতরে গেছে। ম্যাচ শেষে উচ্ছ্বসিত সিটি কোচ গার্ডিওলা বলেন, এটা সত্যিই গুরুত্বপূর্ণ ছিল। আমরা সবাই খুব খুশি। ম্যানচেস্টার সিটি ও এর সমর্থকদের অনেক বড় একটি অভিনন্দন। এই শিরোপাটি আমার জন্য নয়, এটি পুরোটাই ম্যানচেস্টার সিটির প্রাপ্য। ম্যাচের প্রথমার্ধ মোটেই ভাল ছিল না। এখানে অনেক ভুল হয়েছে। কিন্তু দ্বিতীয়ার্ধে আমরা অনেক বেশি সাহস ও ব্যক্তিত্ব নিয়ে খেলেছি, আমরা সত্যিকার অর্থেই অসাধারণ ফুটবল খেলেছি। গার্ডিওলা প্রশংসার ¯্রােতে ভাসলেও বিপাকে আছেন আর্সেনাল কোচ আর্সেন ওয়েঙ্গার। ‘বুড়ো’ এই কোচকে ছাঁটাই করার দাবি জানিয়েছেন দলটির সমর্থকরা। প্রদীপ নিভে যাওয়ার আগে ধীরে ধীরে যেভাবে সেটির আলো কমে আসে, ওয়েঙ্গারেরও এখন সেই দশা। আর্সেনাল সমর্থকেরা ২০১৬-১৭ মৌসুম থেকেই ওয়েঙ্গারকে ছাঁটাইয়ের ব্যাপারে সোচ্চার। এ নিয়ে নিয়মিতই চলছে সভা-সমিতি। সমর্থকদের দোষ দেয়া যায় না। অন্য কোন বড় ক্লাব হলে যেখানে পত্রপাঠ ছাঁটাই হতেন, ওয়েঙ্গার সেখানে প্রায় এক যুগের বেশি সময় লীগ না জিতেও বহাল তবিয়তে টিকে আছেন! এবার ৬৮ বছর বয়সী এই কোচকে বিরক্তিকর বলেছেন সাবেক আর্সেনাল তারকা ইয়ান রাইট। তিনি বলেছেন, ওয়েঙ্গারকে এখন দেখলে মনে হয় যেন ল্যারি হোমসের বিপক্ষে ‘বুড়ো’ আলীকে দেখছি। কিংবা ব্রাজিলের ‘মোটা রোনাল্ডো। এটা আসলে কিংবদন্তিদের শেষ সময়। ওয়েঙ্গারের ক্ষেত্রে সমস্যা হলো, তাকে সাহায্য করার মতো কেউ নেই।
×