ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সেনাবাহিনীর ‘অনুশীলন শান্তিদূত-৪’ এর উদ্বোধন

প্রকাশিত: ০৬:৩০, ২৭ ফেব্রুয়ারি ২০১৮

সেনাবাহিনীর ‘অনুশীলন শান্তিদূত-৪’ এর উদ্বোধন

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ গাজীপুরের রাজেন্দ্রপুর সেনানিবাসে বিশ্বের ২২ দেশের সেনাবাহিনীর অংশগ্রহণে ‘অনুশীলন শান্তিদূত-৪’ শুরু হয়েছে। প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব) তারিক আহমেদ সিদ্দিক সোমবার অনুশীলনের উদ্বোধন করেন। রাজেন্দ্রপুর সেনানিবাসে বাংলাদেশ ইন্সটিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিংয়ের (বিপসট) মাল্টিপারপাস ট্রেনিং হলে অনুষ্ঠিত ওই উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক, ইউএস আর্মির প্যাসিফিক এয়ারফোর্সের এয়ার ন্যাশনাল গার্ডের কমান্ডার মেজর জেনারেল জেমস অলিভার ইফার্ট বক্তব্য রাখেন। এ সময় বিপসটের কমান্ডেন্ট মেজর জেনারেল মোঃ এনায়েত উল্লাহ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সেনা, নৌ ও বিমান বাহিনীর উর্ধতন কর্মকর্তাসহ বিভিন্ন দেশের উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা উপস্থিত ছিলেন। দুই সপ্তাহব্যাপী এই অনুশীলন আগামী ১২ মার্চ সমাপ্ত হবে।
×