ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পঙ্গু হাসপাতাল ও পাসপোর্ট অফিসের সামনে থেকে ২২ দালাল আটক, সাজা

প্রকাশিত: ০৬:৩০, ২৭ ফেব্রুয়ারি ২০১৮

পঙ্গু হাসপাতাল ও পাসপোর্ট অফিসের সামনে থেকে ২২ দালাল আটক, সাজা

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর আগারগাঁও পঙ্গু হাসপাতাল ও পাসপোর্ট অফিসের সামনে থেকে দালাল চক্রের সক্রিয় ২২ সদস্যকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদ- দিয়েছে র‌্যাব-২ এর ভ্রাম্যমাণ আদালত। সোমবার র‌্যাব-২ এর উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন র‌্যাব সদর দফতর এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সারওয়ার আলম। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় উপস্থিত ছিলেন র‌্যাব-২ এর উপ-পরিচালক মেজর মোহাম্মদ আলী, সহকারী পুলিশ সুপার মোঃ ফিরোজ কাউছার। সারওয়ার আলম জানান, দীর্ঘদিন থেকে একটি সংঘবদ্ধচক্র নিটোর (সাবেক পঙ্গু হাসপাতাল) এ চিকিৎসা নিতে আসা রোগীদের হাসপাতালে চিকিৎসা নিতে বাধা দিয়ে তাদের বিভিন্ন প্রলোভন ও ভয়ভীতি দেখিয়ে স্থানীয় বিভিন্ন বেসরকারী ক্লিনিকে নিয়ে যায়। এতে তারা অসহায় রোগীদের কাছ থেকে চিকিৎসার নামে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিচ্ছে। আর একটি দালালচক্র অল্প সময়ে পাসপোর্ট করে দেয়ার প্রলোভন দেখানোসহ বিভিন্ন কৌশলে জনসাধারণের নিকট হতে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়ে পাসপোর্ট প্রদান না করে প্রতারণা করে আসছিল।
×