ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

যুদ্ধাপরাধী বিচার

রশিদ মিয়ার মানসিক অবস্থার প্রতিবেদন দেয়ার নির্দেশ

প্রকাশিত: ০৬:২৮, ২৭ ফেব্রুয়ারি ২০১৮

রশিদ মিয়ার মানসিক অবস্থার প্রতিবেদন দেয়ার নির্দেশ

স্টাফ রিপোর্টার ॥ একাত্তরের মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বিএনপির সাবেক সংসদ সদস্য মোঃ আব্দুর রশিদ মিয়ার মানসিক অবস্থা সম্পর্কে একটি প্রতিবেদন ৩ এপ্রিলের মধ্যে দেয়ার জন্য ঢাকার সিভিল সার্জনকে নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। সোমাবার বিচারপতি মোঃ শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্য বিশিষ্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল -১ এ আদেশ প্রদান করেন। এ সময় আসামি পক্ষের আইনজীবী আব্দুস সুবহান তরফদার বলেন, এখন আসামি রশিদ মিয়া বিচারের জন্য মানসিকভাবে মাপসই নয়। প্রসিকিউশন পক্ষে ছিলেন প্রসিকিউটর রানাদাশ গুপ্ত। উল্লেখ্য এ মামলায় ১৭ জন আসামি রয়েছে। আসামিদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সময় হত্যা, নারী নির্যাতন, অগ্নিসংযোগ, ধর্মান্তর ও দেশান্তর করাসহ মানবতাবিরোধী অপরাধের ১৩ ঘটনায় ১২টি অভিযোগ এনেছে প্রসিকিউশন পক্ষ। এর মধ্যে ৯৪ জনকে হত্যাসহ নারী নির্যাতন এবং লুটপাট ও অগ্নিসংযোগের অনেক ঘটনা রয়েছে। ২০১৪ সালের ১২ মে থেকে ২০১৫ সালের ৮ অক্টোবর পর্যন্ত এই মামলার তদন্ত চলে। এই মামলায় মোট এক শ’ ২৬ জনকে সাক্ষী করা হয়েছে। এ মামলার ১৭ রাজাকারের মধ্যে জামিনে থাকা বিএনপির সাবেক সংসদ সদস্য মোহাম্মদ রশিদ মিয়াসহ গ্রেফতার আছেন ৫ জন।
×