ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

খেলাঘরের জাতীয় প্রশিক্ষণ ক্যাম্প এক মার্চ থেকে

প্রকাশিত: ০৬:২৮, ২৭ ফেব্রুয়ারি ২০১৮

খেলাঘরের জাতীয় প্রশিক্ষণ ক্যাম্প এক মার্চ থেকে

স্টাফ রিপোর্টার ॥ ‘মুক্তিযুদ্ধের চেতনার নতুন প্রজন্ম গড়ে তোলার প্রত্যয়’ নিয়ে ‘খেলাঘরের জাতীয় শিশু-কিশোর প্রশিক্ষণ ক্যাম্প’-২০১৮ শুরু হচ্ছে আগামী এক মার্চ থেকে। এবারের চার দিনব্যাপী প্রশিক্ষণ ক্যাম্পের আয়োজন করা হয়েছে নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী মদনমোহন উচ্চ বিদ্যালয় ও গণিপুর আর্দশ বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে। প্রথমদিন বিকেল ৩টায় এ প্রশিক্ষণ ক্যাম্প শুরু হবে। ক্যাম্পে ভারত ও নেপালের প্রতিনিধি দলও অংশ নেবে। খেলাঘরের সহস্রাধিক শিশু কিশোর ও সংগঠন ক্যাম্পে অংশ নেয়ার কথা রয়েছে। সোমবার জাতীয় প্রেসক্লাবে জাতীয় শিশু-কিশোর সংগঠন কেন্দ্রীয় খেলাঘর আসরের আয়োজনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। ক্যাম্পের উদ্বোধন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। প্রধান অতিথি থাকবেন নোয়াখালী-৩ আসনের সাংসদ মামুনুর রশীদ। বিশেষ অতিথি থাকবেন নোয়াখালীর জেলা প্রশাসক মামুনুর রশীদ কিরন, বিশেষ অতিথি থাকবেন বেগমগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা ফরিদা খানম। সভাপতিত্ব করবেন খেলাঘরের সভাপতিম-লীর চেয়ারম্যান অধ্যাপিকা পান্না কায়সার।
×