ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ভাষা পরিস্থিতি নিয়ে পূর্ণাঙ্গ জরিপ রিপোর্ট প্রকাশের আহ্বান

প্রকাশিত: ০৬:২৭, ২৭ ফেব্রুয়ারি ২০১৮

ভাষা পরিস্থিতি নিয়ে পূর্ণাঙ্গ জরিপ রিপোর্ট প্রকাশের আহ্বান

বিশ^বিদ্যালয় রিপোর্টার ॥ ২০২১ সালে প্রতিষ্ঠার শতবর্ষ পালন করতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। এর আগেই বাংলাদেশে ভাষা পরিস্থিতি নিয়ে পূর্ণাঙ্গ জরিপ রিপোর্ট প্রকাশ করার জন্য ভাষাবিজ্ঞান বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আখতারুজ্জামান। মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সোমবার বিশ^বিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ভাষাবিজ্ঞান বিভাগ আয়োজিত দিনব্যাপী এক আন্তর্জাতিক সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান করেন। উপাচার্য বলেন, বাংলাদেশে বিভিন্ন ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠী বসবাস করেন। যথাযথ পরিচর্যার অভাবে অনেক নৃতাত্ত্বিক গোষ্ঠীর ভাষা আজ বিলুপ্তির পথে। এসব ভাষা সংরক্ষণ করতে হবে। এ ক্ষেত্রে ভাষাবিজ্ঞান বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।
×