ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ঢাবির ৭ ছাত্রলীগ নেতা বহিষ্কার

প্রকাশিত: ০৬:০২, ২৭ ফেব্রুয়ারি ২০১৮

ঢাবির ৭ ছাত্রলীগ নেতা বহিষ্কার

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ চলতি মাসের ৭ ফেব্রুয়ারি নিজের ক্যালকুলেটর ফেরত চাওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের ছাত্র এহসান রফিককে মেরে রক্তাক্ত করে সলিমুল্লাহ মুসলিম হল শাখা ছাত্রলীগ নেতাকর্মীরা। এই ঘটনায় বিশ^বিদ্যালয় ডিসিপ্লিনারি বোর্ড (ডিবি) সাত ছাত্রলীগ নেতাকে বিশ^বিদ্যালয় থেকে বিভিন্ন মেয়াদে বহিষ্কারের সুপারিশ করেছে। বহিষ্কৃতদের মধ্যে ছাত্রলীগের এস এম হল শাখার পদধারী একজনকে স্থায়ী, পাঁচজনকে দুই বছর মেয়াদী ও একজনকে এক বছরের জন্য বহিষ্কারের সিদ্ধান্ত হয়েছে। স্থায়ী বহিষ্কৃতজন হলেন, ছাত্রলীগের হল শাখার সহ সম্পাদক ওমর ফারুক (মার্কেটিং বিভাগ)। দুই বছরের জন্য বহিষ্কৃতরা হলেন- হল শাখা ছাত্রলীগের সহ সম্পাদক রুহুল আমিন (সাংবাদিকতা বিভাগ), সদস্য সামিউল ইসলাম সামী (সমাজবিজ্ঞান বিভাগ), সদস্য আহসান উল্লাহ (দর্শন), উপ প্রশিক্ষণ সম্পাদক মেহেদী হাসান হিমেল (উর্দু বিভাগ) এবং সহ সম্পাদক ফারদিন আহমেদ মুগ্ধ (লোক প্রশাসন)। ঘটনায় সংগঠিত করার প্ররোচনা দানে সংশ্লিষ্টতার কারণে হল শাখা ছাত্রলীগের সহ-সভাপতি আরিফুল ইসলামকে (আইইআর বিভাগ) এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে।
×