ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলা ॥ আসামি তাহেরের পক্ষে যুক্তিতর্ক পেশ সম্পন্ন

প্রকাশিত: ০৬:০০, ২৭ ফেব্রুয়ারি ২০১৮

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলা ॥ আসামি তাহেরের পক্ষে যুক্তিতর্ক পেশ সম্পন্ন

স্টাফ রিপোর্টার ॥ স্পর্শকাতর ও বহুল আলোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলায় হত্যা ও বিস্ফোরক আইনের মামলায় আসামিপক্ষে পরবর্তী যুক্তিতর্ক আজ মঙ্গলবার পর্যন্ত মুলতবি করা হয়েছে। আসামি হাফেজ মাওলানা আবু তাহেরের পক্ষে তৃতীয় দিনে যুক্তিতর্ক পেশ সম্পন্ন করেন তার আইনজীবী জসিম উদ্দিন। এরপর আসামি আবুল কালাম আজাদ ওরফে বুলবুলের পক্ষে যুক্তিতর্ক পেশ শুরু করেন তার আইনজীবী মাঈনুদ্দিন মিয়া। এ যুক্তিতর্ক পেশ অসমাপ্ত অবস্থায় মামলার কার্যক্রম মঙ্গলবার পর্যন্ত মুলতবি করা হয়েছে। আইনজীবী যুক্তিতর্কে বলেন, আসামি মাওলানা আবু তাহের কোনভাবেই এ ঘটনার সঙ্গে জড়িত নয়। তিনি সম্পূর্ণ নির্দোষ। রাষ্ট্রপক্ষ তার মক্কেলের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোন অভিযোগ প্রমাণ করতে পারেনি। পরবর্তীতে অসমাপ্ত যুক্তিতর্কের জন্য ওই দিন নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার ছিল এ মামলার যুক্তিতর্কের ৪৮তম দিন। রাজধানীর পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডে পুরান কেন্দ্রীয় কারাগারের পাশে স্থাপিত ঢাকার ১ নম্বর দ্রুতবিচার ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নূর উদ্দিন এ আদেশ প্রদান করেছেন। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন চীফ প্রসিকিউটর সৈয়দ রেজাউর রহমান, এ্যাডভোকেট আকরাম উদ্দিন শ্যামল, এ্যাডভোকেট মোঃ আমিনুর রহমান, এ্যাডভোকেট আবুল হাসান জিহাদ।
×