ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জোড়া মাথার রাবেয়া রোকেয়ার আজ অস্ত্রোপচার

প্রকাশিত: ০৫:৪৬, ২৭ ফেব্রুয়ারি ২০১৮

জোড়া মাথার রাবেয়া রোকেয়ার আজ অস্ত্রোপচার

স্টাফ রিপোর্টার ॥ জোড়া মাথার যমজ শিশু রাবেয়া-রোকেয়াকে আলাদা করতে সার্বিক চেষ্টা করছেন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বিশেষজ্ঞরা। এই জোড়া মাথার যমজ শিশুরা ঢামেকে চিকিৎসা গ্রহণ শুরুর দীর্ঘ চার মাস পর আজ প্রথম দফায় তাদের অস্ত্রোপচার হবে। সকাল ৯টায় দেড় ঘণ্টাব্যাপী এ অস্ত্রোপচারে ১৮ মাস বয়সী এই শিশুদের অজ্ঞান করে তাদের ব্রেনে রক্ত সরবরাহ স্বাভাবিক আছে কি-না তা পরীক্ষা করা হবে বলে জনকণ্ঠকে জানিয়েছেন ঢামেক বার্ন এ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগের সমন্বয়ক সামন্ত লাল সেন। তিনি আরও জানান, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন এ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে তাদের চিকিৎসা চলছে। চিকিৎসার সম্পূর্ণ ব্যয়ভার বহন করবেন প্রধানমন্ত্রী নিজেই। বিদেশী দুই বিশেষজ্ঞ চিকিৎসকসহ ১৮ সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। এই শিশুদের চিকিৎসায় নিউরো সার্জনদের গুরুত্ব অনেক বেশি। অপারেশন সফল হলে বাংলাদেশে চিকিৎসা বিজ্ঞানে বিরাট দৃষ্টান্ত স্থাপন হবে। জানা গেছে, বিশ্বে এ পর্যন্ত ১৭ জোড়া মাথার যমজ শিশুর মধ্যে সফল অপারেশনের মাধ্যমে মাত্র ৫ যমজ বেঁচে আছেন। ইরানের দুই বোনের জোড়া মাথা বিশ্বব্যাপী মানুষের আবেগ নাড়িয়ে দিয়েছিল। ওই সময় তাদের জন্য মসজিদ, মন্দির, গির্জায় বিশেষ প্রার্থনা করা হয়। কিন্তু শেষ পর্যন্ত তারা মারা যায়। তবে রাবেয়া-রোকেয়ার সফল অপারেশনের বিষয়ে চিকিৎসকরা আশাবাদী। বাংলাদেশে জোড়া লাগা তৌফা-তোহুরা ও মুক্তা-মণির পর এটি সবচেয়ে বড় ও জটিল অপারেশন। এ ধরনের অপারেশন বাংলাদেশে প্রথম।
×