ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সিলেটে মাটি চাপায় ৫ শ্রমিক নিহত

প্রকাশিত: ০৫:৪২, ২৭ ফেব্রুয়ারি ২০১৮

সিলেটে মাটি চাপায় ৫ শ্রমিক নিহত

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ পাথর কোয়ারি এলাকায় মাটি চাপায় ৪ শ্রমিকের মৃত্যু ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে তিনজন। পুলিশ অভিযান চালিয়ে এ ঘটনায় পাথর উত্তোলনে সংশ্লিষ্ট থাকায় কোয়ারির লেবার সর্দার আব্দুর রউফকে (৫০) আটক করেছে। এদিকে জৈন্তাপুর উপজেলার শ্রীপুর পাথর কোয়ারি এলাকায় মাটি ধসে ১ পাথর শ্রমিকের মৃত্যু ও প্রায় ১২ জন আহত হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার রাত ১০টার দিকে উপজেলার ভোলাগঞ্জের হাজিরডেগনা এলাকার সীমান্ত এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় সঙ্গে সঙ্গে ২ জন নিহত হন। রবিবার সকাল ১১টার দিকে কোয়ারিতে অভিযান চালিয়ে আরও দুটি লাশ উদ্ধার করা হয়। উদ্ধার অভিযান চলছে। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন সুনামগঞ্জের মুরাদপুর এলাকার আসকর আলীর ছেলে রুহুল আমিন (২২) ও একই এলাকার হযরত আলীর ছেলে মতিবুর (৩২) ছলেরবন গ্রামের আশিক আলী (৩০), জামালগঞ্জের কলকটা গ্রামের আতাবুর রহমান (৩০)। এ ঘটনায় আহতদের মধ্যে ফিরোজ আলীর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। দুর্ঘটনা কবলিত গর্ত উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলী আমজাদের মালিকানাধীন দুর্ঘটনা কবলিত এই গর্ত থেকে রাতে জেনারেটর চালিয়ে পাথর উত্তোলন করা হচ্ছিল। এ সময় গর্ত ধসে এ প্রাণহানির ঘটনা ঘটে। জানা যায়, সোমবার দুপুর ১২টায় নাজিম উদ্দিনের অরক্ষিত গর্তের পাড় ধসে পড়ে। আহতদের উদ্ধার করে প্রথমে জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় দেলোয়ার হোসেন (২৬)কে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। নিহত শ্রমিক উপজেলার চারিকাটা ইউনিয়নের লালা গ্রামের বাবুল মিয়ার ছেলে। এ বিষয়ে এলাকাবাসী জানান প্রশাসনের উদাসীনতায় এ ধরনের দুর্ঘটনা ঘটছে। পরিবেশ আইন অমান্য করে পাথর খেকু চক্রের সদস্যরা যন্ত্রদানব এস্কেভেটার, পেলুডার, বোমা মেশিন ব্যবহার করে পাথর উত্তোলন করে আসলেও প্রসাশন কোন ব্যবস্থা গ্রহণ করছে না।
×