ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এজেন্ট ব্যাংকিয়ে জোয়ার

প্রকাশিত: ০৪:৪৫, ২৭ ফেব্রুয়ারি ২০১৮

এজেন্ট ব্যাংকিয়ে জোয়ার

অর্থনৈতিক রিপোর্টার ॥ জোয়ার লেগেছে এজেন্ট ব্যাংকিয়ে। মাত্র এক বছরের ব্যবধানে এজেন্ট ব্যাংকিংয়ের গ্রাহক সংখ্যা, আমানত ও রেমিটেন্স প্রবাহ বেড়েছে চোখে পড়ার মতো। বিশ্লেষকরা মনে করেন, মোবাইল ব্যাংকিংয়ের নানান ঝামেলা এড়াতেই গ্রাহকরা ঝুঁকছেন এজেন্ট ব্যাংকিংয়ের দিকে। এর ফলে একদিকে যেমন নিরাপত্তা নিয়ে শঙ্কা কাটছে, সেই সঙ্গে বাড়ছে ব্যাংকিং সেবার পরিধিও। নিরাপত্তাজনিত কারণে মোবাইল ব্যাংকিংয়ের লাগাম টেনেছে বাংলাদেশ ব্যাংক। বলা চলে, রেমিটেন্স আশঙ্কাজনকভাবে কমে যাওয়ার জন্য মোবাইল ব্যাংকিং যখন অনেকাংশে দায়ী, তখন এর বিকল্পও ছিল না কেন্দ্রীয় ব্যাংকের হাতে। সম্প্রতি মোবাইল ব্যাংকিংয়ের অনেকটা বিকল্প হয়ে উঠছে এজেন্ট ব্যাংকিং। ব্যাংকের সঙ্গে সম্পৃক্ত থাকায় এই মাধ্যমে অবৈধ লেনদেন যেমন সম্ভব নয়, তেমনি সম্ভব নয় হুন্ডির মাধ্যমে রেমিটেন্সের টাকা পৌঁছানোও। এসব দিক বিবেচনায় এখন অনেকেই বেছে নিচ্ছেন এজেন্ট ব্যাংকিং সেবা। বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী, ২০১৬ সালের তুলনায় ২০১৭ সালে এজেন্ট ব্যাংকিংয়ের গ্রাহক বেড়েছে ১২৩ শতাংশ।
×