ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

লভ্যাংশ পাঠিয়েছে ইউনাইটেড পাওয়ার

প্রকাশিত: ০৪:৪২, ২৭ ফেব্রুয়ারি ২০১৮

লভ্যাংশ পাঠিয়েছে ইউনাইটেড পাওয়ার

পুঁজিবাজারে তালিকাভুক্ত ইউনাইটেড পাওয়ার জেনারেশন এ্যান্ড ডেভেলপমেন্ট কোম্পানি সমাপ্ত হিসাব বছরের লভ্যাংশ বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে পাঠিয়েছে। সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, কোম্পানিটি নগদ লভ্যাংশের টাকা বাংলাদেশ ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্কের (বিইএফটিএন) মাধ্যমে গত ১৮ ফেব্রুয়ারি বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে পাঠিয়েছে। উল্লেখ্য, আলোচ্য বছরে কোম্পানিটি ১০০ শতাংশ লভ্যাংশ দিয়েছে। এর মধ্যে ৯০ শতাংশ নগদ। -অর্থনৈতিক রিপোর্টার ন্যাশনাল ফিডের উদ্যোক্তা শেয়ার বিক্রির ঘোষণা পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ন্যাশনাল ফিডের কর্পোরেট উদ্যোক্তা ন্যাশনাল হ্যাচারি প্রাইভেট লিমিটেড শেয়ার বেচার ঘোষণা দিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, ন্যাশনাল হ্যাচারির কাছে ন্যাশনাল ফিডের মোট ৬ লাখ ৫৬ হাজার ৭৮৮টি শেয়ার আছে। ন্যাশনাল হ্যাচারি পুরো শেয়ার বিক্রি করবে। উল্লেখ্য, ন্যাশনাল হ্যাচারি আগামী ৩০ কার্যদিবসের মধ্যে বর্তমান বাজার দরে উল্লিখিত পরিমাণ শেয়ার বেচতে পারবে। -অর্থনৈতিক রিপোর্টার
×