ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাজার ঘুরে দাঁড়াবে ॥ ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক

প্রকাশিত: ০৪:৪২, ২৭ ফেব্রুয়ারি ২০১৮

বাজার ঘুরে দাঁড়াবে ॥ ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক

অর্থনৈতিক রিপোর্টার ॥ কৌশলগত বিনিয়োগকারী ও আমানতের বিপরীতে ঋণ প্রদান অনুপাত (এডিআর) ইস্যুতে শেয়ারবাজারে অহেতুক আতঙ্কের সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কেএএম মাজেদুর রহমান। যার কোন ভিত্তি নেই। এমতাবস্থায় বিনিয়োগকারীদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন। সোমবার বাজার পরিস্থিতি নিয়ে এক জরুরী সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। মাজেদুর রহমান বলেন, একটি শ্রেণী কৌশলগত বিনিয়োগকারী ও এডিআর ইস্যুতে শেয়ারবাজারে আতঙ্ক সৃষ্টি করছে। অথচ এই দুই ইস্যুতে শেয়ারবাজারে পতন হওয়ার কোন যৌক্তিকতা নেই। যাতে শেয়ারবাজার অতি শীঘ্রই ঘুরে দাঁড়াবে। তিনি বলেন, কৌশলগত বিনিয়োগকারীতে দেশের শেয়ারবাজার সমৃদ্ধ হবে। উল্লেখ্য, দেশের শেয়ারবাজার টানা সাত কার্যদিবস ধরে পতনে রয়েছে। এ সময় শেয়ারবাজার ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৩২৮ পয়েন্ট কমেছে। আর এই ৭ কার্যদিবসের মধ্যে গত ১৮ ফেব্রুয়ারি ১০০ পয়েন্টের পতন হয়।
×