ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রূপগঞ্জে সংঘর্ষ ॥ হামলা ভাংচুর, আহত ১০

প্রকাশিত: ০৪:১৯, ২৭ ফেব্রুয়ারি ২০১৮

রূপগঞ্জে সংঘর্ষ ॥ হামলা ভাংচুর, আহত ১০

নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ২৬ ফেব্রুয়ারি ॥ নারায়ণগঞ্জের রূপগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠানের সামনে সিগারেট পান করতে নিষেধ করাকে কেন্দ্র করে দুই পক্ষের মাঝে ধারালো ও দেশীয় অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে দুই দফা রক্তক্ষয়ী সংঘর্ষে নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছে। এসময় বাড়িঘরে হামলা ভাংচুর চালিয়ে লুটপাট করেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। আতঙ্কে রয়েছে এলাকাবাসী। রবিবার রাতে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের ৫নং ক্যানেল এলাকায় ঘটে এ ঘটনা। স্থানীয় সূত্র জানায়, শনিবার বিকেলে গোলাকান্দাইল ৫নং ক্যানেল এলাকার ইসলামবাগ আইডিয়াল স্কুল এ্যান্ড কলেজের সামনে আশিক, রনি ও রাশিদুল সিগারেট পান করছিলো। এ সময় পাশে বসে থাকা রাকিবের মুখের দিকে সিগারেটের ধোঁয়া মেরে দেয়। এতে প্রতিবাদ করে রাকিব। পরে রাকিবকে পিটিয়ে আহত করে তারা। ওই দিন রাতে রাকিবের পক্ষের লোকজন এসে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে গেলে আশিক, রনি ও রাশিদুলের পক্ষ হয়ে অলিউল্লাহ অলি বাগ্বিত-ায় জড়িয়ে পড়ে রাকিবের পক্ষের লোকজনের সঙ্গে। পরে অলিউল্লাহ অলিকে এলোপাতাড়িভাবে কুপিয়ে গুরুতর জখম করে রাকিবের পক্ষের লোকজন। এক পর্যায়ে অলিউল্লাহ অলির লোকজন পাল্টা রাকিবের পক্ষের সুমনের বাড়িঘরে হামলা ও ভাংচুর চালায়। তখন দুই পক্ষের মাঝে কয়েক দফা ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এদিকে, রবিবার রাত ৮টার দিকে আহত অলিউল্লাহ অলির ভাই রানা ও খলিলের নেতৃত্বে একদল রামদা, চাপাতিসহ ধারালো ও দেশীয় অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে রাকিবের পক্ষের শাহজালাল, সুমন, নুর করিম ও পলাশের বাড়িঘরে হামলা ও ভাংচুর চালায়। এক পর্যায়ে হামলায় অলিউল্লাহ অলি, বিলকিস বেগম, মনজুরা বেগম, মোবারক হোসেন, খোকন মিয়া, রুনা বেগম, সুরাইয়া বেগমসহ অন্তত ১০ জন আহত হন।
×