ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

স্বরাষ্ট্রমন্ত্রীর সভাস্থলে হামলাকারীদের শনাক্ত দাবি

প্রকাশিত: ০৪:১৯, ২৭ ফেব্রুয়ারি ২০১৮

স্বরাষ্ট্রমন্ত্রীর সভাস্থলে হামলাকারীদের শনাক্ত দাবি

নিজস্ব সংবাদদাতা, বাউফল, ২৬ ফেব্রুয়ারি ॥ আওয়ামী লীগের মধ্যে বিএনপি ও জামায়াতের অনুপ্রবেশকারীরাই স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সুধী সামাবেশে হামলা চালিয়েছে বলে দাবি করেছেন বাউফল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোতালেব হাওলাদার। তিনি সোমবার বিকেল ৫টায় দলীয় কার্যালয় জনতা ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি করেন। তিনি বলেন, রবিবার বাউফল থানার নবনির্মিত বহুতল ভবনের উদ্বোধনের জন্য স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বাউফলে আসেন। এ সময় তাকে স্বাগত জানিয়ে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বাউফল পৌরসভার মেয়র জিয়াউল হক জুয়েলের সমর্থনে একটি মিছিল হয়েছে। ওই মিছিল থেকেই অনুপ্রবেশকারী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহজাদা মিয়ার ছেলে যুব দল নেতা জায়েদ মাহমুদ, ছাত্রদল নেতা হোসেন, আরিফ, শুভ ও ফয়সালের নেতৃত্বে হামলা চালানো হয়েছে। তারা মেয়র জিয়াউল হক জুয়েলের ছত্রছায়ায় লালিত। প্রধান হামলাকারী জায়েদ মাহমুদ মেয়র জিয়াউল হক জুয়েলের আপন চাচাত ভাই। জাতীয় সংসদের চীফ হুইপ ও বাউফলের এমপি আসম ফিরোজের ভাবমূর্তি নষ্ট করতেই পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে। তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর সভাস্থলে লাগানো সিসি ক্যামেরায় ধারণকৃত ফুটেজ দেখে শনাক্তকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া জন্য পুলিশকে অনুরোধ করেছেন।
×