ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ফের খুলেছে ফ্লোরিডার সেই স্কুল

প্রকাশিত: ০৪:১২, ২৭ ফেব্রুয়ারি ২০১৮

ফের খুলেছে ফ্লোরিডার সেই স্কুল

যুক্তরাষ্ট্রের স্টোনম্যান ডগলাস স্কুলে বন্দুক হামলায় ১৭ জন নিহত হওয়ার পর রবিবার থেকে প্রথমবারের মতো শিক্ষার্থীরা স্কুলে ফিরতে শুরু করেছে। বেঁচে যাওয়া শিক্ষার্থীরা তাদের সহপাঠী বন্ধু-বান্ধব ও চেনাজানা স্বজনকে হারিয়ে একে অপরকে সান্ত¡না দেয়ার মাধ্যমে স্কুলে তাদের প্রথম দিন অতিবাহিত করে। একই সঙ্গে তারা বন্দুক সহিংসতা বন্ধে ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছে। এএফপি। ১৪ ফেব্রুয়ারি ভ্যালেনটাইন দিবসে সংঘটিত দুঃখজনক ঘটনায় বেঁচে যাওয়া শিক্ষার্থী ডেভিড হগ এবিসি টিভিকে তার প্রতিক্রিয়া সম্পর্কে বলেন, ‘একটি প্লেন বিধ্বস্ত হয়ে যাওয়ার পর-একই প্লেনে উঠে কোথাও যাওয়ার মতো মানসিকতা যে রূপ হয় এ মুহূর্তে আমারও একই রকম অনুভূতি।’ স্কুলটির শিক্ষক এনপি আর রেডিওকে বলেন, শ্রেণীকক্ষগুলোর অবস্থা দেখলে মনে হয় মাত্র কিছুক্ষণ আগেই এখানে রক্তাক্ত হামলা হয়ে গেছে। টেবিলে টেবিলে নোট বইগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে এবং ক্যালেন্ডারের পাতা ১৪ ফেব্রুয়ারিতে স্থির হয়ে আছে- এসব দেখে সেই বিভীষিকাময় দিনের কথা স্মরণ হওয়ায় তিনি আর ক্লাসরুমে দাঁড়িয়ে থাকতে পারেননি। তবে ক্যামেরন কাস্কি নামে এক ছাত্র ক্যাম্পাসে সমবেত সকলের প্রতি দৃষ্টি আকর্ষণ করে তার টুইটে লিখেছেন, ‘মনে হয় নিজ ঘরে ফিরে এসেছি-ভালই লাগছে।’
×