ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ইয়ারফোনে গান শোনা ॥ উত্তর প্রদেশে ট্রেনে কাটা পড়ল ৬ কিশোর

প্রকাশিত: ০৪:১১, ২৭ ফেব্রুয়ারি ২০১৮

ইয়ারফোনে গান শোনা ॥ উত্তর প্রদেশে ট্রেনে কাটা পড়ল ৬ কিশোর

ওদের কানে গোঁজা ছিল ইয়ারফোন। এজন্য পেছন থেকে আসা ট্রেনের হর্ন শুনতে পায়নি। লাইন ধরে হাঁটতে গিয়ে ট্রেনের চাকায় কাটা পড়ে মারা গেল ছয় বন্ধু। আরেকজন হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। রবিবার মাঝরাতে ভারতের উত্তর প্রদেশের পিলখুয়ায় ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, মৃতেরা হলÑ বিজয়, আকাশ, রাহুল, সমীর, আরিফ এবং সালিম। গুরুতর জখম হয়ে যে হাসপাতালে চিকিৎসাধীন, তার পরিচয় জানা যায়নি। এদের প্রত্যেকেরই বয়স ১৪ থেকে ১৬ বছরের মধ্যে। প্রত্যেকের কানেই ইয়ারফোন ছিল বলে জামা গিয়েছে। প্রত্যেকেই রঙের কাজ করে। সম্প্রতি হায়দরাবাদে একটি রংয়ের কাজ পেয়েছিল। সেখানে যাওয়ার জন্যই তারা ট্রেন ধরতে রাতে পিলখুয়া থেকে গাজিয়াবাদে এসেছিল। কিন্তু যতক্ষণে গাজিয়াবাদ পৌঁছয়, তত ক্ষণে ট্রেন স্টেশন ছেড়ে গেছে। অত রাতে কোনও গাড়ি না পেয়ে রেললাইন ধরেই পিলখুয়ায় ফিরে যাচ্ছিল তারা। প্রত্যক্ষদর্শীরা জানায়, ইয়ারফোনে গান শুনতে শুনতে তারা প্রত্যেকেই লাইন বরাবর খুব গা ছাড়া ভঙ্গিতে হেঁটে যাচ্ছিল। -আনন্দবাজার পত্রিকা নাবলুসে ৮শ’ বসতি তৈরি করবে ইসরাইল ইসরাইলের মন্ত্রিসভা ফিলিস্তিনী ভূমিতে আরও শত শত অবৈধ ইহুদী বসতি নির্মাণের পরিকল্পনা অনুমোদন করেছে। অধিকৃত জর্দান নদীর পশ্চিম তীরের নাবলুসে এসব বসতি নির্মাণ করা হবে। -ইয়াহুনিউজ
×