ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পুঁজিবাজারে সূচক ৭ মাসে সর্বনিম্ন

প্রকাশিত: ০০:২৩, ২৬ ফেব্রুয়ারি ২০১৮

পুঁজিবাজারে সূচক ৭ মাসে সর্বনিম্ন

অর্থনৈতিক রিপোর্টার ॥ ধারাবাহিক দরপতনে প্রতিদিনই সূচক সর্বোচ্চ অবস্থান থেকে নিচে নেমে যাচ্ছে। সোমবারও সূচকের ব্যাপক পতনে লেনদেন শেষ হয়েছে বাজারে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৫৭ পয়েন্ট কমে ৫ হাজার ৭৭৪ পয়েন্টে অবস্থান করছে। যা গত সাত মাসের মধ্যে সর্বনিম্ন অবস্থান। এর আগে ২০১৭ সালের ২৩ জুলাই ডিএসইএক্স সূচকের অবস্থান ছিল ৫ হাজার ৭৭৫ পয়েন্ট। এদিকে ডিএসইতে আগের দিনের চেয়ে লেনদেনও কমেছে। সোমবার ডিএসইতে ৩৫০ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে প্রায় ৩৩ কোটি ৪১ লাখ টাকা কম। রবিবার ডিএসইতে লেনদেন হয়েছিল ৩৮৪ কোটি ৪ লাখ টাকা। এদিন ডিএসইতে মোট লেনদেনে অংশ নিয়েছে ৩৩৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৩৮টির, কমেছে ২৪৯টির। আর অপরিবর্তিত রয়েছে ৪৭টি কোম্পানির শেয়ার দর। সকালে সূচকের নেতিবাচক প্রবণতা দিয়ে শুরুর পর ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৫৭ পয়েন্ট কমে ৫ হাজার ৭৭৪ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ১২ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৩৪৮ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ১৪ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১২৭ পয়েন্টে। ডিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, ইফাদ অটো, স্কয়ার ফার্মা, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট, ন্যাশনাল টিউব, ইবনে সিনা, লঙ্কাবাংলা ফাইনান্স, সিভিও পেট্রো কেমিক্যাল ও ব্র্যাক ব্যাংক। দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো : এটলাস বাংলাদেশ, ফাইন ফুড, এসিআই, আইপিডিসি, পাইওনিয়ার, আমরা নেটওয়ার্ক, পদ্মা লাইফ, পপুলার লাইফ, ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড ও প্যারামাউন্ট টেক্সটাইল। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলো : জিএসপি ফাইনান্স, এশিয়া ইন্স্যুরেন্স, ইস্টার্ন ইন্স্যুরেন্স, ইসলামিক ফাইনান্স, সোনারবাংলা ইন্স্যুররেন্স, ইসলামিক ফাইনান্স, নদার্ন ইন্স্যুরেন্স,ম অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ১৪ কোটি ৯৮ লাখ টাকার লেনদেন হয়েছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৬৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১৭ হাজার ৮৪৪ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২২২টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৩৪টির, কমেছে ১৬১টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টির শেয়ার দর। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : ন্যাশনাল ব্যাংক, স্কয়ার ফার্মা, বে´িমকো ফার্মা, আল আরাফাহ ইসলামী ব্যাংক, কেয়া কসমেটিক, লঙ্কাবাংলা ফাইনান্স, গ্রামীন ফোন, আলিফ ইন্ডাস্ট্রিজ, সিভিও পেট্রো কেমিক্যাল ও বিবিএস কেবল।
×