ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কানে এয়ারফোন, ট্রেনে কাটা পড়ে ৬ কিশোরের মৃত্যু

প্রকাশিত: ২১:৩৯, ২৬ ফেব্রুয়ারি ২০১৮

কানে এয়ারফোন, ট্রেনে কাটা পড়ে ৬ কিশোরের মৃত্যু

অনলাইন ডেস্ক ॥ কানে এয়ারফোন লাগিয়ে ট্রেন লাইনের ওপর দিয়ে হেঁটে যাওয়ার সময় চলন্ত ট্রেনে কাটা পড়ে ৬ কিশোরের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে রবিবার দিনগত মধ্যরাতে রাতে উত্তর প্রদেশের হাপুর নামের একটি এলাকায়। এঘটনার আহত এক কিশোর। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন। এ ব্যাপারে স্থানীয়দের বরাত দিয়ে বিভিন্ন সংবাদ সংস্থা জানায়, এই ৬ কিশোরের কানে এয়ারফোন লাগানো থাকায় এরা প্রবল গতিতে ছুটে আসা ট্রেনের শব্দ শুনতে পায়নি। ট্রেনে কাটা পড়ার পরপরই এদের মৃত্যু হয়েছে। এদের সঙ্গী অপর এক কিশোর গুরুতর আহত হয়ে এখন হাসপাতালে। তার অবস্থাও আশঙ্কাজনক। এই কিশোরদের বয়স ১৪ থেকে ১৬র মধ্যে। আহত ও নিহত সবাই পেশায় দিনমজুর। নিহতরা হচ্ছে বিজয়, আকাশ, রাহুল, সমীর, আরিফ ও সেলিম।
×