ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ভালুকায় ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি

প্রকাশিত: ২১:০১, ২৬ ফেব্রুয়ারি ২০১৮

ভালুকায় ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি

নিজস্ব সংবাদদাতা, ভালুকা, ময়মনসিংহ ॥ রবিবার রাতে ভালুকা উপজেলার উপর দিয়ে আকশ্মিক ভাবে বয়ে যাওয়া ঝড়ে শিক্ষা প্রতিষ্ঠান, ঘরবাড়ি, গাছ পালা ,পোল্ট্রি খামার ও উঠতি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে । এলাকাবাসী সূত্রে জানা যায়, ঘটনার রাতে বয়ে যাওয়া ঝড়ে উপজেলান হবিরবাড়ি বাহারুল উলুম দাখিল মাদ্রাসার টিনের চালা উড়ে যায় । উপজেলার কাশর, জামিরদিয়া, পাড়াগাও, মেহেরাবাড়ি, আশকা , কাঠালি, ডাকাতিয়া ,তালাব, সিটাল পাড়া, আঙ্গারগাড়া, ঢালুয়া, পাইলাব, কুল্লাব, মল্লিকবাড়ি, উথুরা ,মেদুয়ারী সহ বিভিন্ন এলাকার উপর দিয়ে বয়ে যাওয়া ঝড়ে শিক্ষাপ্রতিষ্ঠান , ঘরবাড়ি, গাছ পালা ,আখ ক্ষেত, পোল্ট্রি খামার ও উঠতি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে । বিদ্যুতের লাইন এর খুটি হেলে পরায় ও তার ছিড়ে যাওয়ায় বিদ্যুত বিচ্ছিন্ন রয়েছে।
×