ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ইরাকের আদালতে ১৬ তুর্কি নারীর মৃত্যুদণ্ড

প্রকাশিত: ১৮:২৭, ২৬ ফেব্রুয়ারি ২০১৮

ইরাকের আদালতে ১৬ তুর্কি নারীর মৃত্যুদণ্ড

অনলাইন ডেস্ক ॥ ইসলামিক স্টেট গ্রুপে (আইএস) যোগ দেয়ার দায়ে ইরাকের একটি আদালত ১৬ তুর্কি নারীকে মৃত্যুদণ্ডের শাস্তি দিয়েছেন। এ ছাড়া একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। রবিবার দেশটির বিচার বিভাগের এক মুখপাত্র এ কথা জানিয়েছেন। রায়ে বিচারক বলেন, এসব নারী আইএস যোদ্ধাদের বিয়ে করার কথা স্বীকার করেছেন। সন্ত্রাসী হামলায় আইএস যোদ্ধাদের সহায়তা করেন তারা। ইরাক ও সিরিয়ায় কয়েক হাজার বিদেশি আইএসের হয়ে যুদ্ধ করেছেন এবং মারা গেছেন। গত বছর আগস্ট থেকে গ্রেফতার হওয়া কয়েকশ বিদেশি নারীর বিচার করছে ইরাক সরকার। এই নারীদের সঙ্গে তাদের সন্তানরাও রয়েছে। তবে এ রায়ের আপিল করা যাবে। ইরাকের উত্তরাঞ্চলের শহর তাল আলফার থেকে জিহাদি গোষ্ঠীগুলোকে বিতাড়নের পর ১৩০০-এর বেশি নারী ও শিশু আত্মসমর্পণ করেছিলেন। পরবর্তী অভিযানে এ সংখ্যা বেড়ে ১৭০০ হয়। গত সপ্তাহেও এক তুর্কি নারীকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুর রায় দিয়েছিলেন ইরাকি আদালত। সূত্র ॥ গার্ডিয়ান অনলাইন
×